July 27, 2024

জন্মাষ্ঠমীর দিনই গোপালের আশীর্বাদে আবার টিআরপি (TRP) তালিকায় শীর্ষে উঠে এলো জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai)। এই সপ্তাহের টিআরপি তালিকাতেও এসেছে অনেক বড়োসড়ো পরিবর্তন।

মোদক পরিবারকে বোম্ব দিয়ে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল ওমি আগরওয়াল। তার সেই পরিকল্পনা সফল না হলেও এইকারণে মিঠাই আবার টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করে নিয়েছে। অন্যান্যবারের মতো এই সপ্তাহের প্রকাশিত টিআরপি তালিকার বদল বেশ চোখে পড়ার মতো। শীর্ষস্থান পেলেও মিঠাই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর আগের থেকে অনেকটাই কমে গিয়েছে। অন্যদিকে ষ্টার জলসার (Star Jalsha) ‘গাঁটছড়া’ (Gaatchora) ধারাবাহিকটি দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ঋদ্ধি এবং খড়ির হানিমুনের কারণেই এই উত্থান বলে মনে করছেন অনেকে । আগের সপ্তাহের থেকে বেশি নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ‘গৌরী এলো’ (Gouri Elo) ধারাবাহিকটি। চলতি মাসেই শেষ হতে চলেছে জনপ্রিয় দুই মেগা ধারাবাহিক ‘উমা’ (Uma) এবং ‘মন ফাগুন’(Mon Phagun)। এই সপ্তাহের টিআরপি তালিকায় যথাক্রমে সপ্তম এবং অষ্টম তালিকায় রয়েছে ধারাবাহিক দুটি। নতুন এই তালিকায় বেশ ভালো জায়গায় রয়েছে জি বাংলার আরেকটি ধারাবাহিক ‘লক্ষী কাকিমা সুপারস্টার’ (Lokkhi Kakima Superstar)।

প্রথমদিকে টিআরপি তালিকায় জায়গা না পেলেও এই সপ্তাহে ৭.৬ নম্বর পেয়ে পঞ্চম স্থানে রয়েছে এই ধারাবাহিকটি। লালন -ফুলঝুরির ‘ধূলোকণা’ (Dhulokona) তুলনামূলকভাবে বাকিদের থেকে বেশ পিছিয়ে পড়েছে। এই সপ্তাহে ষষ্ঠ স্থানে রয়েছে এই ধারাবাহিকটি। উর্মি এবং সাত্যকির টানটান রোমহর্ষক কাহিনীর দৌলতে প্রথম দশে জায়গা করে নিয়েছে ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoy)।
এক নজরে রইল এই সপ্তাহের টিআরপি তালিকা:-

প্রথম – মিঠাই -৮.৩
দ্বিতীয় -গাঁটছড়া -৮.১
তৃতীয় – গৌরী এল -৮.০
চতুর্থ – আলতা ফড়িং – ৭.৮
পঞ্চম – লক্ষী কাকিমা সুপারস্টার -৭.৬
ষষ্ঠ – ধূলোকণা – ৬.৭
সপ্তম -উমা -৬.৫
অষ্টম- মন ফাগুন -৬.৪
নবম- অনুরাগের ছোঁয়া -৬.৩
দশম -এই পথ যদি না শেষ হয় -৫.৮