June 12, 2024

৯০ এর দশকের বলিউডের অন্যতম গুরুগম্ভীর খলনায়ক ছিলেন অমরেশ পুরী (Amrish Puri)। তাঁর অভিনীত ‘মিস্টার ইন্ডিয়া’ ছবির Mogambo Khush Hua ডায়লগ আজও জনপ্রিয়। সেই সময় এই ছবিটি বক্স অফিসে সুপার ডুপার হিট হয়েছিল। এমনকি শুধু হিন্দিতে নয় বাংলা, কন্নড় মারাঠি,তামিল, তেলেগু ছাড়াও অসংখ্য ভারতীয় প্রাদেশিক ভাষায় ৪০০টির ওপর ছবিতে কাজ করেছেন তিনি। এমনকি তিনবার সেরা সহ অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ও পেয়েছিলেন তিনি। তবে আজকের এই প্রতিবেদনে অমরেশ পুরী নয় তাঁর মেয়ে নম্রতা পুরীর (Namrata Puri) কথা আমরা জানব।

বর্তমানে বাবা-মা ফিল্মি দুনিয়ার হলে তাঁদের ছেলেমেয়েরাও একই পথে হাঁটতে চায়। কিন্তু অমরেশ পুরীর মেয়ে নম্রতা পুরী একটু অন্য ধরনের। তিনি গ্ল্যামার জগত অর্থাৎ লাইট ক্যামেরা অ্যাকশন থেকে নিজেকে শত মাইল দূরে রেখেছেন। তবে বলিউডের অন্যান্য সুন্দরীদের থেকে তাঁর গ্ল্যামার কোন অংশে কম নয়। তিনি যথেষ্ট স্টাইলিশ ও গ্ল্যামারাস। তিনি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও কস্টিউম ডিজাইনার। তাঁর instagram প্রোফাইল দেখলেই বোঝা যাবে নিজের ডিজাইন করা পোশাকের বাহার। নম্রতা কখনো মডেল দিয়ে ওইসব ড্রেস পরিয়ে ফটোশুট করান আবার কখনো নিজেই ফটোশুট করেন। বর্তমানে অমরেশ তনয়া একজন ব্যবসায়ীকে বিয়ে করে সুখে-শান্তিতে ঘর সংসার করছেন। এখনো পর্যন্ত নম্রতা পুরী তাঁর ফিগার, স্টাইল স্টেটমেন্টে বলিউডের যেকোনো পাবো তাবড় তাবড় অভিনেত্রীকে হারিয়ে দিতে পারেন।

বর্তমানে অমরেশপুরী বেঁচে না থাকলেও তাঁর অবিস্মরণীয় কিছু কাজের দ্বারা ৯০ এর দশকের সিনেমাপ্রেমীদের মনে এখনো রয়ে গেছেন। এই দাপুটে খলনায়কের হাড়হিম করা অভিনয় সকলের মনে এখনো চিরস্মরণীয়। উল্লেখ্য অমরেশ তনয়া নম্রতা পুরী সোশ্যাল মিডিয়ায় খুবই আক্টিভ। তবে ভবিষ্যতে নম্রতা লাইট ক্যামেরার সম্মুখীন হবে কিনা সেটা সময়ই বলবে।