May 20, 2024

বর্তমানে ‘ড্যান্স দিওয়ানে জুনিয়রস’ নামে এক নাচের রিয়েলিটি শোতে বিচারকের ভূমিকায় রয়েছেন নোরা ফতেহি। ইতিমধ্যে শোটি শেষের দিকে পৌঁছে গেছে। এমনকি গ্র্যান্ড ফিনালের শুটিংও শুরু হয়ে গিয়েছে। এই ফিনালেতেই শাড়ি পরবেন নোরা।

ওয়েস্টার্ন ড্রেসের সাথে সাথে নোরাকে সাবেকি ভারতীয় পোশাকেও বেশ ভালো লাগে। গোলাপি রঙের শাড়ির সাথে ম্যাচিং রঙের ব্লাউজে নোরাকে অপূর্ব সুন্দরী লাগছিল শুটিং ফ্লোরে। কিন্তু শুটিং চলাকালীন হঠাৎ করে নোরার শাড়ির আঁচল সরে যায়। ফলে উন্মুক্ত হয়ে যায় ক্লিভেজ ক্যামেরার সামনে। নোরার এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এই ছবি দেখার পরে নেটিজেনদের একাংশ অশ্লীল কটাক্ষ করেছেন। এই ছবি ঘিরে বিতর্কও শুরু হয়ে গিয়েছে। অনেকের মতে শুধুমাত্র প্রোমোশনের জন্য এই ঘটনা দেখানো হয়েছে। এজন্য শুধুমাত্র নোরা নয় সাথে কনম্যান সুকেশ চন্দ্রশেখরও বিতর্কের সম্মুখীন হয়েছেন।

ড্যান্স দিওয়ানের ফাইনালে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অভিনেতা রণবীর কাপুর এবং বাণী কাপুর। আসন্ন সিনেমা সামসেরার প্রমোশনের জন্য শোতে আসবেন এই দুই সেলিব্রিটি। বর্তমানে এই শোতে বিচারকের আসনে রয়েছেন নোরা। নোরা বিখ্যাত কোরিওগ্রাফার মারজি পেস্টনজি এবং নীতু সিংয়ের সাথে একসাথে বিচারের দায়িত্বে রয়েছেন।


আর্থিক কারণে একসময় বেলিড্যান্সকে নিজের পেশা হিসেবে নিয়েছিলেন নোরা। বেলিড্যান্স তাঁকে হতাশ করেনি। বর্তমানে এই বেলিড্যান্সের কারণেই জগৎজোড়া খ্যাতি তাঁর। ‘সত্যমেব জয়তে’ সিনেমার দিলবার গানে নেচে প্রথম খ্যাতির আলোয় আসেন তিনি। তারপরে একের পর এক সিনেমায় আইটেম নাম্বারে নাচ করে দর্শকদের মন মাতিয়েছেন নোরা। এছাড়াও বেশ কিছু মিউজিক ভিডিওতেও তিনি নেচেছেন। যেগুলি দর্শকদের মধ্যে তুমুল জনপ্রিয় হয়েছে।