July 14, 2024

বলিউড সেলিব্রেটিদের জীবন নিয়ে মানুষের অনন্ত কৌতূহল। সামান্য কিছু হলে তা যেন খবর হয়ে ওঠে এবং নিমেষেই ভাইরাল হয়ে যায়। চলতে থাকে তুমুল জল্পনা।

দিন কয়েক ধরেই করিনা কাপুর খানের তৃতীয় বার মা হওয়ার খবরে উত্তাল বি টাউন। যদিও এই খবর আদতে সত্যি না মিথ্যে তা যাচাই করা বাকি। অনুরাগীদের অবশ্য তাতে বিশেষ কিছু যায় আসে না। পতৌদি পরিবারে নতুন সদস্য আগমনের আনন্দে মেতেছে উঠেছেন অনুরাগীরা। এই নিয়ে অনেকে সমালোচনা করছেন। আর তার একটাই কারণ হল করিনার ঈষৎ স্ফীত পেট।

তবে, এত জল্পনা-কল্পনার পর আসল কথাটা জানা গেল। আদৌ কি মা হতে চলেছেন করিনা? এবার সেই প্রশ্নের উত্তরই খোলসা করে জানালেন সইফ পত্নী। বুধবার মধ্যরাতে করিনা ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেন। যেখানে তিনি লিখেছেন যে ‛পাস্তা আর ওয়াইন খাওয়ায় আমাকে ওরকম দেখাচ্ছিল। আপনারা শান্ত হন। আমি অন্তঃসত্ত্বা নই। উফ। সইফ বলেছে দেশের জনসংখ্যা বৃদ্ধিতে ওর অনেক অবদান’।

প্রসঙ্গত উল্লেখ্য ২০১২ সালের ১৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন সইফ ও করিনা। এরপর ২০১৬ সালে পুত্র তৈমুর খানের জন্ম দেন বেগম করিনা। এরপর ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে তাদের কোলে আসে দ্বিতীয় সন্তান জাহাঙ্গীর আলি খান ওরফে জেহ। বর্তমানে কেরিয়ার, সংসার ও ছেলেদের নিয়ে সুখে জীবন কাটাচ্ছেন অভিনেত্রী। আর তারই মাঝে ইংল্যান্ড বেড়িয়ে এলেন। এই পারিবারিক সফর চুটিয়ে উপভোগ করছেন করিনা।