April 20, 2024

বজরঙ্গী ভাইজানের মুন্নিকে মনে আছে? সাত বছর আগেকার সেই ছোট্ট মুন্নি এখন আর ছোট্টটি নেই। সে রূপে-গুণে রীতিমতো টেক্কা দেয় বলিউডের তাবড় তাবড় অভিনেত্রীদের। আগের থেকে অনেকটাই বড় হয়ে গিয়েছে সে।

২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের অন্যতম ব্লকবাস্টার হিট ‘বজরঙ্গী ভাইজান’এর ছোট্ট মুন্নি অর্থাৎ হর্ষালী মালহোত্রার অভিনয় কথা হচ্ছে এখানে। হর্ষালীর অভিনয় রীতিমতো নজর কেড়েছিল সমস্ত দর্শকদের। মুন্নির চরিত্রে অভিনয়ের জন্য হর্ষালী একাধিক পুরস্কারও পেয়েছে। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন তিনি। যা দেখে রীতিমত মুগ্ধ অগণিত অনুরাগীরা।

হর্ষালী বর্তমানে অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় বেশ অ্যাক্টিভ। প্রায়ই নিজের ছবি ও ভিডিও শেয়ার করেন। নেটমাধ্যমে তার ভক্তের সংখ্যা চোখে পড়ার মতো। সম্প্রতি ইনস্টাগ্রামের মাধ্যমে অভিনেত্রী এই ভিডিওটি শেয়ার করেছেন নেটদুনিয়ায়। এই মুহূর্তে এই ভিডিওর জন্য আপাতত চর্চায় হর্ষালী মালহোত্রা।


সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে কালো ওয়ান সাইডের অফ-সোল্ডার ড্রেসে দেখা গেছে হর্ষালীকে। এই ভিডিওতে খোলা চুলে, হালকা মেকাপে, লাল লিপস্টিকে ছিলেন অভিনেত্রী। কানে ছিল মানানসই দুল ও পায়ে ছিল স্নিকার্স। ভিডিওতে কখনো ঘরের মধ্যে আবার কখনো রাস্তায় দেখা গেছে তাঁকে। যত দিন যাচ্ছে তাঁর রূপ লাবণ্য যেন আরো চোখে পড়ছে সকলের। রূপে মুগ্ধ হর্ষালীর অনুরাগীরা। রূপের প্রশংসায় হর্ষালীক্র ভরিয়ে দেন তাঁরা। হর্ষালীর হাসিও মন কেড়েছে ভক্তদের। অনেকেই সেই কথা কমেন্টবক্সে জানিয়েছেন। সেই ছোট্ট মুন্নি এখন রূপবতী হর্ষালী। তাঁর অভিনয় শুরু থেকেই নজর কেড়েছিল সকলের। আপাতত নিজের পড়াশোনা নিয়েই ব্যস্ত আছেন অভিনেত্রী। অনুরাগীরা অপেক্ষায় আছেন কবে আবার তাঁকে বড়পর্দায় দেখা যাবে।