
শুটিং চলাকালীন গুরুতরভাবে আহত হলেন অভিনেতা জন ভট্টাচার্য (John Bhattacharya)। সংবাদসূত্রে খবর আঘাত লাগার পরেও শুটিং শেষ করেছেন ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকের ওমি আগারওয়াল (Omi Agarwal)।
জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় এই ধারাবাহিকের প্রধান চরিত্র সিদ্ধার্থ (Siddharth) এবং মিঠাইয়ের (Mithai ) জীবন দুর্বিষহ করতে হাজির হয়েছিল ওমি। মিঠাই -সিডের ব্যক্তিগত সম্পর্ক মধুর হওয়ার আগে থেকেই এদের জীবনে আবির্ভাব ঘটে এই খলনায়কের। তবে সিরিয়ালের গল্প অনুযায়ী কয়েকটি এপিসোডের পরেই শেষ হতে চলেছে ওমি চরিত্রটি । কিন্তু শেষের আগেই মোক্ষম কামড় দিয়েছে ওমি। মোদক বাড়িকে বোম্ব দিয়ে উড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে সে। বর্তমানে এই নিয়েই মিঠাইয়ের টানটান এপিসোড চলছে। অবশেষে বোম্ব স্কোয়াডের সাহায্য ছাড়াই সিদ্বার্থ প্লাস দিয়ে বোম্ব নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে। এখন মোদক পরিবারে খুশির হাওয়া বইলেও গুলিবিদ্ধ হয়ে মারা যায় ওমি।
View this post on Instagram
শেষের দিকের এই দৃশ্যটির শুটিং করতে গিয়েই আঘাত পেয়েছেন ওমিরুপী জন। গুলির বারুদের কারণে আঙুলে রক্তক্ষরণ হয়েছে। পায়েও যথেষ্ট আঘাত পেয়েছেন অভিনেতা। তবে চোট আঘাত নিয়েই শুটিং শেষ করেছেন। এই সিরিয়ালের মধ্যে দিয়েই প্রথমবার খলনায়ক রূপে ধরা দিলেন সুদর্শন এই নায়ক। এইকারণে মনে বেশ কিছুটা সন্দেহ নিয়েই শুরু করেছিলেন এই চরিত্রে অভিনয় করা। দর্শকরা মনে মনে তাঁকে বেশ অপছন্দ করলেও এটাই তাঁর অভিনয়য়ের সফলতা বলে মনে করছেন জন।
View this post on Instagram
পর্দায় সম্পর্ক খারাপ হলেও বাস্তবে মিঠাই ধারাবাহিকের সবার সাথে বেশ ভালো সময় কাটিয়েছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন অভিনেতা। সেই কারণে চরিত্রটি শেষ হয়ে যাওয়ায় অভিনেতার সাথে সাথে বাকি কলাকূশলীদেরও মন খারাপ। আহত হলেও বর্তমানে অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।