September 15, 2024

নতুন রূপে জি বাংলার পর্দায় ফিরছেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার (Indrani Haldar)। তাঁর এই নতুনভাবে প্রত্যাবর্তন বেশ খুশির খবর তাঁর অনুরাগীদের কাছে।

বাংলা বিনোদন জগতে ইন্দ্রানী হালদার একটি অতি পরিচিত নাম। সিরিয়ালের পাশাপাশি সিনেমাতেও করেছেন অনবদ্য অভিনয়। তবে বর্তমানে ছোটপর্দাতেই বেশি দেখতে পাওয়া যাচ্ছে তাঁকে। ১৯৮৬ সালে জোছন দস্তিদারের (Jochon Dastidar) পরিচালনায় ‘তেরো পার্বণ’ (Tero Parbon) নামে ধারাবাহিকের মাধ্যমে পরিচিতি লাভ করেছিলেন তিনি। সিনেমায় অসাধারণ অভিনয়ের কারণে ন্যাশনাল অ্যাওয়ার্ড (National Award)- এর পাশাপাশি দুটো আনন্দলোক পুরস্কারও (Anandalok Award) রয়েছে তাঁর প্রাপ্তির ঝুলিতে। এছাড়া অনেক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকাতেও দেখতে পাওয়া গিয়েছে তাঁকে ।

‘শ্রীময়ী’ (Sreemoyee) ধারাবাহিকের মাধ্যমে বিপুল জনপ্রিয়তা পাওয়ার পরে বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন ইন্দ্রানী। তবে সেইসময় অন্য একটি ধারাবাহিকে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গিয়েছে। একটি নারীকেন্দ্রিক রিয়েলিটি শোতে তাঁকে দেখতে পাওয়া যাবে সূত্রের খবর। ইতিমধ্যে সেই শোয়ের শুটিংও সেরে ফেলেছেন। তবে কবে দেখতে পাওয়া যাবে এই শোটি সে বিষয়ে কিছু জানান নি তিনি। তাঁর নতুন এই শোটি জি বাংলায় সম্প্রচারিত হবে বলে জানা গিয়েছে। তাহলে কি আর কোনোদিন স্টার জলসার পর্দায় দেখতে পাওয়া যাবে না তাঁকে? এই নিয়ে প্রকাশ্যে কিছু এখনো পর্যন্ত জানাননি অভিনেত্রী। বর্তমানে যেসব রিয়েলিটি শো জি বাংলার পর্দায় বেশ জনপ্রিয় তাদের মধ্যে অন্যতম হলো রচনা বন্দোপাধ্যায় (Rachna Banerjee) সঞ্চালিত ‘দিদি নম্বর ওয়ান’ (Didi No. 1)। একসময় চুটিয়ে সিনেমা করার পরে বর্তমানে এই রিয়েলিটি শোয়ের কারণেই সারা বাংলার দিদি হিসাবে পরিচিতি পেয়েছেন সুন্দরী রচনা। তাঁর দক্ষ সঞ্চালনার কারণে বহু বছর ধরে দিদি নম্বর ওয়ান অনেকবার পুরস্কৃত হয়েছে। স্বাভাবিকভাবেই ইন্দ্রানীর নতুন শো জি বাংলার পর্দায় সম্পচারিত হলে দুই নায়িকার মধ্যে লড়াই দেখতে পাওয়ার সম্ভবনা অনেকটাই। দর্শক এই সংবাদ পাওয়ার পরে স্বভাবতই বেশ উৎসাহী হয়ে উঠেছেন।

২০১৫ সালে ‘গোয়েন্দা গিন্নি’ (Goyenda Ginni ) নামে একটি ধারাবাহিকে অভিনয় করে বেশ ভালোই প্রশংসা পেয়েছিলেন ইন্দ্রানী। সবাই আশা করেছিলেন এই ধারাবাহিকের নতুন সিজন নিয়ে আরেকবার পর্দায় দেখতে পাওয়া যাবে তাঁকে। কিন্তু অন্য ধরণের শোতে তাঁকে দেখতে অনুরাগীরা অপেক্ষা করে থাকবেন সেটা বলাই বাহুল্য।