
বর্ষীয়ান জনপ্রিয় অভিনেত্রী হেমা মালিনীকে (Hema Malini) নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতেই শোরগোল পরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার অন্দরে। এই খবরে বেশ অবাক হয়েছেন অভিনেত্রীর অনুরাগীরাও। বেশ কিছু হিট হিন্দি ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করে বিখ্যাত হলেও তিনি তাঁর অভিনয় জীবন শুরু করেছিলেন তামিল সিনেমা ‘ইধু সাথিয়াম’ (Idhu Sathiyam) সিনেমার মধ্যে দিয়ে।
১৯৬৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘সপ্ন কে সওদাগর’ (Sapno Ka Saudagar) ছিল তাঁর প্রথম হিন্দি সিনেমা। এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন অভিনেতা রাজ কাপুর (Raj Kapoor)। নিজের দীর্ঘ সফল অভিনয় জীবনে অনেক নায়কের বিপরীতে অভিনয় করলেও ধর্মেন্দ্রর (Dharmendra) সাথে তাঁর জুটি ৯০ এর দশকে চূড়ান্ত জনপ্রিয়তা পেয়েছিল। তাঁদের অভিনীত সিনেমাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ‘শোলে’ (Sholay) , ‘সীতা ঔর গীতা’ (Seeta Aur Geeta) , ‘রাজা জানি’ (Raja Jani) প্রভৃতি। অভিনয়ের সূত্র ধরেই ধর্মেন্দ্রর সাথে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী।
বিবাহিত হওয়া সত্ত্বেও হেমাকে বিয়ে করার জন্য সংসার এবং ধর্ম দুটোই ত্যাগ করেছিলেন ধর্মেন্দ্র। ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের (Prakash Kaur) কোনো আপত্তি ছিল না এই বিয়েতে। ১৯৮০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই জনপ্রিয় জুটি। তাঁদের দুই কন্যা সন্তান বর্তমান। নিজের অভিনয় জীবনে সফল ছবিগুলির মধ্যে অন্যতম ছিল ‘সত্তে পে সত্তা’ (Satte Pe Satta )।
View this post on Instagram
বিগ বি অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) নায়িকা ছিলেন এই সিনেমায়। সংবাদসূত্রে জানা যায় এই সিনেমার শুটিংয়ের সময় অন্তঃসত্ত্বা ছিলেন হেমা। কিন্তু এই অবস্থাতেও তাঁকে কাজ চালিয়ে নিয়ে যেতে হয়েছিল। এমনকি পিছান সম্ভব হয়নি শুটিংয়ের তারিখও। কারণ প্রযোজনা সংস্থার সাথে চুক্তিবদ্ধ ছিলেন তিনি। তার উপরে সেইসময় প্রযুক্তি এতো উন্নত ছিল না। ফলে সিনেমার সময় প্রকাশ্যেই এসেছিল তাঁর বেবিবাম্প। শাল দিয়েও লুকিয়ে রাখতে ব্যর্থ হয়েছিলেন। এই সত্যি ঘটনা সামনে আসতেই সমালোচিত হয়েছিলেন হেমা। তবে অমিতাভ -হেমা অভিনীত সিনেমাটি সুপার হিট হয়েছিল।
View this post on Instagram
জনপ্রিয় অভিনেত্রীর পাশাপাশি তিনি একজন প্রসিদ্ধ নৃত্যশিল্পী। ৭৩ বছরে এসে এখনো অনেকের ‘ড্রিম গার্ল’ তিনি। বির্তক নায়ক নায়িকাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। তাঁদের নিয়ে হামেশাই গসিপের অন্ত থাকে না। তবে নিজের অভিনয় দক্ষতার কারণে বলিউডপ্রেমী মানুষদের কাছে যে ভাবমূর্তি বানিয়েছেন হেমা, তাতে এইসব গসিপের পরেও এর কোনো পরিবর্তন ঘটবে না।