April 20, 2024

আজ লক্ষ্মীবারে ফের ঊর্ধ্বমুখী সোনার দামের গ্রাফ। সপ্তাহের দ্বিতীয় দিনে দাম কমলে খানিকটা হাসি ফুটে ছিল সাধারণ মানুষের মুখে। বর্তমানে সোনার দাম আবার বেড়ে যাওয়ায় চিন্তার ভাঁজ মধ্যবিত্তদের কপালে।

গতকালের থেকে ২২ ক্যারাট এবং ২৪ ক্যারাট সোনার দাম বৃদ্ধি পেয়েছে। গতকাল ২২ ক্যারাট গহনা সোনার ১০ গ্রামের মূল্য ছিল ৪৯,৪৫০ টাকা। আজকে ১০০ টাকা বেড়ে হয়েছে ৪৯,৫৫০ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট ১০ গ্রাম হলমার্ক সোনার মূল্য বুধবার ছিল ৫০,২০০ টাকা। আজকে সেই মূল্য ১০০ টাকা বেড়ে হয়েছে ৫০,৩০০ টাকা। ২৪ ক্যারাট ১০ গ্রাম সোনার মূল্যও গতকালের থেকে বৃদ্ধি পেয়েছে। গতকাল ২৪ ক্যারাট পাকা সোনার ১০ গ্রামের মূল্য ছিল ৫২,১০০ টাকা। আজকে ১৫০ টাকা বেড়ে হয়েছে ৫২,২৫০ টাকা। সোনার দাম বৃদ্ধি পেলেও রুপোর মূল্য গতকালের মতোই রয়েছে। গতকাল প্রতি কেজি রুপোর বাটের মূল্য ছিল ৫৫,৫০০ টাকা যা আজকেও অপরিবর্তিত।

২০২০ সালে করোনার সময় সোনার দাম আকাশছোঁয়া ছিল। আন্তর্জাতিক বাজারেও সোনার মূল্য সেইসময় বৃদ্ধি পেয়েছিল বেশ অনেকটাই। তার প্রভাব পড়েছিল কলকাতার বাজারেও। সেইসময় ২২ ক্যারাট সোনার ১০ গ্রামের মূল্য হয়েছিল ৫৬,২০০ টাকা যা এখনো পর্যন্ত রেকর্ড দর। বর্তমানে ১০ গ্রাম সোনার মূল্য রেকর্ড দরের থেকে ৬,৬৫০ টাকা কম রয়েছে। সোনার দামের এই উত্থান পতন বিক্রেতাদের সাথে সাথে ক্রেতাদেরকেও অনেকটাই প্রভাবিত করবে।