May 4, 2024

সোনার (Gold) দামের উত্থান পতনের দিকে সাধারণ মধ্যবিত্তদের সবসময় নজর আটকে থাকে। আজ সপ্তাহ শেষের আগের দিন শনিবার কিছুটা ঘুরে দাঁড়াল হলুদ ধাতুর দর। বেশ কিছুদিন ধরেই সোনার দাম ঊর্ধ্বমুখী ছিল। বর্তমানে কিছুটা দামে হ্রাস ঘটায় মুখে হাসি ফুটেছে মধ্যবিত্তের। দাম কমেছে ২২ ক্যারেট সোনার। ভারতে মূলত সোনার দাম নির্ভর করে আন্তর্জাতিক বাজারের উপর। তবে কিছুদিন আগে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে ভারতবর্ষে সোনার দাম বেশ কিছুটা চড়া ছিল। বর্তমানে সোনার দাম বাড়া কমা নিয়ে সকলেই নাজেহাল।

বর্তমানে সোনার বাজারে উচ্চ সুদের হার এবং বন্ড ইয়েল্ডের প্রভাব পড়েছে। ব্রোকারেজ সংস্থা জিয়োজিৎ ফিনান্সিয়াল সার্ভিসের তরফে জানানো হয়েছে, সাপ্তাহিক ভিত্তিতে হলুদ ধাতুর দুর্বলতা চলতে থাকবে। আজ শনিবার কলকাতায় ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম ৫১,৩৫০ টাকা (Gold Prices In Kolkata) হয়েছে। যা গতকালের তুলনায় ৬০ টাকা বেশি। এছাড়াও দাম বেড়েছে ২৪ ক্যারেট হলমার্ক সোনার ও, গতকালের তুলনায় প্রতি দশ গ্রামে ৯০ টাকা বেড়েছে। তবে, ২২ ক্যারেট ১০ গ্রাম গয়না সোনার দাম কমে দাঁড়িয়েছে ৪৮,৭০০ টাকায়। যা গত দিনের তুলনায় ৫০ টাকা কম। এদিন কলকাতায় প্রতি কেজির উপর রুপোর বাটের দাম হয়েছে ৫৫,৩০০ টাকা এবং প্রতি কেজি খুচরো রুপোর দাম দাঁড়িয়েছে ৫৫,৪০০ টাকা। এদিনের সোনা রুপোর দরে ধনী থেকে মধ্যবিত্ত সকলেই হাফ ছেড়ে বাঁচলেন।

উল্লেখ্য, ২০২০ সালে করোনার প্রথম ঢেউয়ের সময় সোনার দাম ঊর্ধ্বমুখী হতে হতে আগস্ট এর দ্বিতীয় সপ্তাহে রেকর্ড দর ৫৬,২০০ টাকায় পৌঁছে গিয়েছিল। আজ শনিবার সপ্তাহের ষষ্ঠ দিনে সোনার দাম রেকর্ড দরের থেকে ৭৫০০ টাকা কমে গিয়ে হয়েছে ৪৮,৭০০ টাকা।