September 17, 2024

‘এক দো তিন’ (Ek Do Tin) গানের সাথে এক খুদে মেয়ের নাচ তুমুল নাচ নেট দুনিয়া মাতিয়ে দিয়েছে। জনপ্রিয় এই হিন্দি গানের সঙ্গে বাচ্চা মেয়েটির নাচ নেটিজেনরা বেশ উপভোগ করেছেন। বর্তমান সময়ে যে নেটদুনিয়া প্রতিভা প্রকাশের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এই বিষয়টি আর কারোরই অজানা নেই। ভিন্ন ভিন্ন বয়সের মানুষ নেটদুনিয়ায় নিজেদের ইচ্ছেমতো বিভিন্ন বিষয়ের ভিডিও স্বাধীনভাবে পোস্ট করতে পারেন। ইন্টারনেটের সহজলভ্যতাকে কাজে লাগিয়ে খুব সহজেই এখন নিজের প্রতিভা অনেকসংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়।

আর এইভাবেই নেটদুনিয়ায় হামেশাই বিভিন্ন ভিডিও ভাইরাল হয়ে থাকে। ভাইরাল হ‌ওয়া ভিডিওর মধ্যে বাচ্চাদের‌ও প্রতিভার নিদর্শন দেখতে যায়। নেটদুনিয়ায় এমন অনেক বাচ্চার দেখা মেলে যাঁরা অনেক কম বয়সেই নাচ-গান-আবৃত্তি-অভিনয় প্রভৃতি ক্ষেত্রে পারদর্শী হয়ে উঠেছে। ভাইরাল হ‌ওয়া ভিডিওতে কোনো কোনো বাচ্চার প্রতিভার নিদর্শন দেখে নেটিজেনরা রীতিমতো অবাক হয়ে যান। বস্তুত কম-বেশি সকলেই ছোট বাচ্চাদের বিভিন্ন রকম দুষ্টু-মিষ্টি ভিডিও দেখতে পছন্দ করেন। তার ওপরে যদি খুদেরা তাক লাগিয়ে দেওয়ার মতো প্রতিভা প্রদর্শন করে তবে স্বাভাবিকভাবেই সেইসব ভিডিও তুমুল ভাইরাল হয়ে যায়।

সম্প্রতি ফেসবুকে তেমনই এক বাচ্চা মেয়ের নাচের ভিডিও হয়েছে। খোলা পরিবেশে সবুজ গাছপালাঘেরা জায়গায় দেবস্মিতা ভৌমিক নামক এই খুদে জনপ্রিয় ‘এক দো তিন’-এর (Ek Do Tin) সাথে নাচ পরিবেশন করেছেন। সবুজ ঘাগড়া ও ও স্টাইলিশ ওয়ান-শোল্ডার গোলাপি টপ পরে মানানসই সাজে গানের তালে তালে এই খুদের নাচ ও এক্সপ্রেশন নেটিজেনদের মন জয় করে নিয়েছে। তাঁর নাচ দেখে স্পষ্টভাবে বোঝা গিয়েছে যে তিনি রীতিমতো প্রশিক্ষণপ্রাপ্ত। ‘চিত্রায়ন’ নামক ফেসবুক পেজ থেকে পোস্ট করা এই ভিডিওটি ৭৩ হাজারেরও বেশি মানুষ দেখে নিয়েছেন। বলিউডের ডান্স কুইন মাধুরী দীক্ষিতের (Madhuri Dixit) অনুকরণে ত্রিপুরার উদয়পুরের বাসিন্দা খুদে দেবস্মিতার নাচের এই ভিডিওর কমেন্ট বক্সে নেটিজেনরা তাঁকে ভালোবাসা ও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।