April 21, 2024

ইউটিউব চ্যানেল ডান্স স্টার মৌ থেকে আপলোড করা জনপ্রিয় লোকগীতি ‘একটা কালো ভ্রমর গুনগুন’ গানের সাথে নাচের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। দর্শকদের মন জয় করে নিয়েছে মৌয়ের অনন্য নৃত্য পরিবেশনা।

জনপ্রিয় লোকগীতি ‘একটা কালো ভ্রমর গুনগুন’ গানে নাচ করেছেন মৌ। তার পরনে ছিল ঘন কালো রঙের শাড়ি। এর সাথে মানানসই মেকআপ, সুন্দর করে খোঁপা ও উপযুক্ত গয়নায় খুব সুন্দর লাগছিল মৌকে। লোকনৃত্যে উপযুক্ত সাজসজ্জায় তাঁকে মোহময়ী লাগছিল। কাঁধে আঁকা আল্পনা, কোমরে রূপোলী গয়নায় প্রাকৃতিক পরিবেশে এক বনের মাঝে তাঁকে বনদেবীর মত লাগছিল। এই লোকগানে তাঁর পরিণত নাচ সবাইকে মুগ্ধ করেছে। নাচের কোরিওগ্রাফি ছিল দুর্দান্ত আর তার সাথে মৌয়ের অনবদ্য অভিব্যক্তি নাচটিকে আরো মনের মত করে তুলেছে।

তার নিজের ইউটিউব চ্যানেল ‘ডান্স স্টার মৌ’ থেকে নাচের ভিডিও প্রায়ই আপলোড করা হয়। দর্শকেরা মৌয়ের নৃত্য পরিবেশনা দেখে আনন্দ পান। এই ভিডিওটি আপলোড করা হয়েছে এক মাস আগে। এখনও পর্যন্ত ছয় লক্ষ বারো হাজার মানুষ ভিডিওটি দেখেছেন। তার সাথেই সাড়ে চার হাজার মানুষ ভিডিওটিকে পছন্দ করেছেন। ভিডিওর কমেন্ট বক্স উপচে পড়েছে নেটিজেনদের প্রশংসা বাক্যে।

আজকের যুগে সোশ্যাল মিডিয়ার দৌলতে সাধারণ মানুষ তার প্রতিভা দেখানোর একটা মঞ্চ পেয়েছে। এই সুযোগের সদব্যবহার করে অনেকেই সাফল্য পাচ্ছেন। মৌয়ের ভিডিওটি ভাইরাল হয়ে সেই কথাই আবার প্রমাণ করল।