Categories
অফবিট ভাইরাল ভিডিও ভিডিও

বন্ধ ঘরে ৯০ দশকের সুপারহিট গানে উদ্দাম বেলি ড্যান্স করলেন তিন সুন্দরী যুবতী, ভাইরাল ভিডিও

সলমন খান (Salman Khan) ও প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের (Sushmita Sen) বিখ্যাত গান ‘চুনারি চুনারি’ (Chunari Chunari) নব্ব‌ইয়ের দশকে যথেষ্ট সাড়া ফেলে দিয়েছিল। ‘বিবি নম্বর ওয়ান’ (Biwi No 1) ছবির এই গানে কণ্ঠ দিয়েছেন অভিজিৎ ভট্টাচার্য (Abhjeet Bhattacharya) ও অনুরাধা শ্রীরাম (Anuradha Sriram)। এবার সেই গানেই বেলি ড্যান্স (Belly Dance) করে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছেন তিন সুন্দরী যুবতী।

সুদূর আরবে উদ্ভূত এই জনপ্রিয় ড্যান্স ফর্ম বেলি ড্যান্স সময়ের সাথে সাথে ছড়িয়ে পড়েছে দেশে-বিদেশে। বর্তমানে বেলি ড্যান্সের জনপ্রিয়তা তুঙ্গে। বিশেষত হালফিলে বলিউডের বহু আইটেম সংয়েই নাচের ফর্ম হিসেবে বেছে নেওয়া হয় বেলি ড্যান্স। তবে শুধু পর্দাতেই নয়, ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতেও বহু জনপ্রিয় নৃত্যশিল্পীই ধীরে ধীরে বেলি ড্যান্সের দিকে ঝুঁকছেন। সেই রকমই এই তিন সুন্দরী যুবতীর বেলি ড্যান্স সম্প্রতি তোলপাড় ফেলে দিয়েছে নেটদুনিয়ায়।

মাত্র ১ মিনিট ৪৮ সেকেন্ডের এই ভিডিওয় তিন যুবতীই দুর্দান্ত ভঙ্গিতে ফুটিয়ে তুলেছেন তাঁদের নৃত্যশৈলী। কালো ও লাল রঙের ম্যাচিং পোশাক এক আলাদা মাত্রা যোগ করেছিল তাঁদের নাচে। তিন যুবতীর শরীরী হিল্লোলে কাত হয়েছেন সকল দর্শকই। যার প্রমাণ স্বরূপ ইতিমধ্যেই ৫৬ হাজারেরও বেশি লাইক পড়েছে ভিডিওটিতে। সকলেই প্রশংসা করেছেন তাঁদের নাচের। প্রসঙ্গত, ইউটিউবে প্রায় ২৬ হাজার ফলোয়ার রয়েছে এই ড্যান্স গ্রুপটির। এক কথায় নেটদুনিয়ায় ভালই জনপ্রিয় তারা।