March 28, 2024

বর্তমান সময়ে দাঁড়িয়ে মানুষের ভিতরে লুকানো প্রতিভাকে তুলে ধরার একমাত্র উপযুক্ত প্লাটফর্ম হল সোশ্যাল মিডিয়া (Social Media)। কিন্তু মানুষদের সাথে সাথে বর্তমান সময়ে পশু-পাখিদের ভিতরকার বিভিন্ন রকমের গুণাবলীও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উঠে আসছে আমাদের চোখের সামনে। পশু পাখিদের এই সমস্ত মজাদার কাণ্ডকারখানার ভিডিও সোশ্যাল মিডিয়ায় নিত্যদিনই ভাইরাল (Viral) হচ্ছে। আর আমরা এই সমস্ত ভিডিওগুলি দেখতে খুবই পছন্দ করি। তাই নেটদুনিয়ায় এই সমস্ত ভিডিওর ভিউ হু হু করে বাড়ে। সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়া উত্তাল করে তুলেছে। যেখানে দেখা যাচ্ছে একটি শালিক পাখি অবিকল মানুষের ভাষায় কথা বলছে। আপাতত এই ভিডিও নেটদুনিয়ায় হটকেকের মতো বিকোচ্ছে।

সাধারণত টিয়া, চন্দনা বা কাকাতুয়া প্রজাতির পাখিদের কথা বলতে দেখা যায়। মানুষের স্বর অনুকরণ করে এই প্রজাতির পাখিরা কথা বলার চেষ্টা করে। কিন্তু শালিক পাখিকে কথা বলতে সেভাবে দেখা যায় না। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি বাড়ির উঠানের মধ্যে একটি শালিক পাখি বসে আছে এবং মাঝে মাঝে পা দিয়ে তার মাথা চুলকাচ্ছে। পাখিটির পাশে সম্ভবত তার মালিক বসে আছে। ওই ব্যক্তিটির সাথেই অনবরত শালিক পাখিটি কথা বলে চলেছে। ব্যক্তিটি পাখিটিকে বলছে ‘কে কথা বলছে?’ তার উত্তরে পাখিটি বলে ‘আমি কথা কইছি’। আবার কখনো পাখিটি বলে ওঠে ‘আমি মাছ চুরি করিনি’ অথবা ‘তোমার কথা খুব মিষ্টি’ , এই ধরনের কথা।

‘রাকিব এন্টারটেইনমেন্ট’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে সম্প্রতি এই ভিডিওটি (Bird Video) শেয়ার করা হয়েছে। ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তা দেদার ভিউ পেয়ে গেছে। অজস্র নেটিজেন ভিডিওর কমেন্ট বক্সে প্রশংসায় ভরা মন্তব্য করছেন। সোশ্যাল মিডিয়ায় এর আগে আমরা বিভিন্ন রকমের প্রতিভার, মজাদার ভিডিও ,ভয়ের ভিডিও অথবা পশু পাখিদের কেন্দ্র করা বিভিন্ন রকমের ভিডিও দেখেছি কিন্তু শালিক পাখিকে এভাবে মানুষের মত কথা বলার ভিডিও এই প্রথমবার দেখা গেল।