June 19, 2024

সোশ্যাল মিডিয়া (Social Media) এমন একটি মাধ্যম যার দৌলতে প্রতি মুহূর্তে আমাদের হাতের মুঠোয় এমন অনেক কিছু এসে যায় যা দৈনন্দিন জীবনে কেউ কল্পনাও করতে পারেন না। কখনো সেইসব দৃশ্য আমাদের অবাক করে, কখনো অনুপ্রেরণা জোগায়,কখনো আবার ভয়ে হাড়হিম হয়ে যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বিষাক্ত কিং কোবরা সাপের ভিডিও (Snake Video) দুর্বার গতিতে ভাইরাল হয়েছে।

সাপ এমন একটা প্রাণী যাকে দেখে আমরা সকলেই ভয় পেয়ে থাকি। কিন্তু কিছু কিছু মানুষ আছেন যারা সাপকে ভালবাসেন এবং সাপের খেলা দেখান। সম্প্রতি ভাইরাল (Viral) হওয়া এই ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি কেউটে সাপ আশ্চর্যজনক ভাবে অপর একটি সাপকে গিলে খাচ্ছে। যে সাপটিকে গিলে খাচ্ছে তার দৈর্ঘ্য বড় হওয়ার কারণে পুরোপুরিভাবে গিলতে পারছে না। কেউটিটি ওই সাপটিকে বারবার মুখ থেকে বার করে দিচ্ছে। সাপটির নাম শাঁখামুটি। সাপটির গায়ে কালো হলুদ রঙের ডোরা কাটা দাগ আছে। শান্ত প্রকৃতির এই সাপটি বাড়িতে থাকলে অন্য কোন সাপ ঢোকার সাহস পায় না। বিষধর সাপ হলেও এরা মানুষকে কামড়ায় না। সাধারণত রাত্রিবেলায় এই ধরনের সাপ দেখতে পাওয়া যায়। স্থানীয় সূত্রে খবর ঘটনাটি ঘটেছে হুগলি জেলার পরল গাছা নামক এক বাজারে। সাপটিকে নিয়ে যাওয়ার জন্য সর্পরক্ষী দলকে খবর দেওয়া হয়। সর্পরক্ষীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।

‘সমীরক বারকি’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যে ভিডিওটি ৭৪৪ হাজার মানুষ দেখে ফেলেছেন এবং ১৪ হাজারের কাছাকাছি মানুষ ভিডিওটি পছন্দ করেছেন। তবে বেশিরভাগ মানুষই ভিডিওটা দেখে খুবই ভয় পেয়ে গেছেন। আপাতত সর্পরক্ষীরা সাপটিকে উদ্ধার করে একটি প্লাস্টিকের কৌটোতে ভরে তাকে যথাযথ স্থানে ছেড়ে দিয়েছে।