May 18, 2024

সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে আমরা অজানাকে জানতে পারি ও অদেখাকে দেখতে পারি। এটি মুহুর্তের মধ্যে আমাদের চোখের সামনে সমস্ত পৃথিবীকে তুলে ধরে। যার ফলে আমরা ঘরে বসে এক নিমেষে সবকিছু জানতে পারি। সম্প্রতি বাবা মেয়ের (Little Girl) এক সুন্দর মুহূর্তের মন ছুঁয়ে যাওয়া ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হল। প্রতিদিন হাজার হাজার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ার পর্দায়। তবে খুব কম সংখ্যক ভিডিওই ছুঁয়ে যায় মনের মনিকোঠায়। তবে সদ্য ভাইরাল হওয়া এই ভিডিওটি রীতিমতো নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে।

বাবা মেয়ের সম্পর্ক চিরন্তন। এই সম্পর্কই পৃথিবীর একমাত্র পবিত্র ও নির্ভেজাল। বাবা মেয়ের অটুট বন্ধনের এক সুন্দর দৃশ্যই এই ভিডিওটিতে ফুটে উঠেছে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে মুম্বাইয়ের একটি লোকাল ট্রেনে এক ব্যক্তি নিজের কন্যা সন্তানকে নিয়ে ভ্রমণ করছিলেন। সেইসময় ব্যক্তিটি ট্রেনের দরজার পাশে গিয়ে বসেছিলেন এবং শিশুটিকে তাঁর পাশে হাত দিয়ে ধরে রেখেছিলেন। ঠিক তখনই ওই একরত্তি শিশুটি তার বাবাকে পরম স্নেহে ও আদরে ফল খাইয়ে দিচ্ছে। এরই সাথে সে নিজেও খাচ্ছে। আর এরকম ভাবেই খুদে কন্যাটি তার বাবার মুখে খাবার তুলে দিতে থাকে। বাবার প্রতি ছোট্ট শিশুটির এরূপ ভালোবাসা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন নেটিজেনরা।

 

View this post on Instagram

 

A post shared by Sakshi Mehrotra (@sankisakshi)


‘সাক্ষী মেহরোত্রা’নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়। এই অ্যাকাউন্ট এর মালিক ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন ‘এমন মুহূর্তের জন্যই বাঁচতে চাই’। ভিডিওটি অনেকেই লাইক, কমেন্ট এবং শেয়ার করেছেন। এই ছোট্ট শিশুটি প্রশংসা করে একজন লিখেছেন ‘এই দৃশ্য সত্যিই সুন্দর’। আরেকজন নেটিজেন লিখেছেন ‘এই ভালোবাসায় কোনো শর্ত নেই। বরং এই ভালোবাসা হলো অত্যন্ত শুদ্ধ’। আপাতত এই ভিডিওটি রীতিমতো সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে বেড়াচ্ছে।