September 17, 2024

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) নিজেদের প্রতিভাকে কাজে লাগিয়ে অনেকেই অত্যন্ত অল্প সময়ের মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। মূলত যুব সম্প্রদায় এই কাজে এগিয়ে রয়েছেন। আর এই যুব সম্প্রদায় নেটদুনিয়ায় হয়ে উঠেছেন অতি পরিচিত মুখ। তাদের হরেক রকমের ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়। আর জনসাধারণ এ সমস্ত ভিডিওগুলি দেখে অত্যন্ত আনন্দ বোধ করেন। সম্প্রতি এমনই একজন হলেন জয়ন্তী নামক এক যুবতী। প্রসঙ্গত তিনি একজন নৃত্যশিল্পী, নাচতে তিনি বরাবরই ভালোবাসেন। সোশ্যাল মিডিয়ায় তিনি নিয়মিত নাচের ভিডিও (Dance Video) আপলোড করেন। বর্তমানে তাঁর নাচ নেটিজেনদের খুবই মনে লেগেছে। আর তাই অত্যন্ত অল্প সময়ের মধ্যেই তিনি হয়ে উঠেছেন অতি পরিচিত এক মুখ।

যুবতী জয়ন্তীর ইউটিউবে ‘জেসি ওয়ার্ল্ড’ নামের একটি নিজস্ব চ্যানেল আছে। যার প্রত্যেকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল পরিমাণে ভাইরাল (Viral) হয়েছে। সম্প্রতি যুবতী জয়ন্তীর আরও একটি নাচের ভিডিও নতুনভাবে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট আলোড়ন ফেলেছে। প্রত্যেকবারের মতো এবারও তাঁর নাচের ভিডিও গ্রহণযোগ্যতা পেয়েছে নেটিজেনদের কাছে।

ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা যাচ্ছে বাড়ির ছাদে এক মনোরম পরিবেশে কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের গাওয়া পুরোনো দিনের একটি জনপ্রিয় গান ‘হোতো মে এইসে বাত’ (Hothon Mein Aisi Baat) গানে অসাধারণ ভঙ্গিমায় নৃত্য পরিবেশন করেছেন জয়ন্তী। সবুজ রঙের লেহেঙ্গা এবং ঘিয়ে কালারের ব্লাউজে, বিভিন্ন রকমের গয়নায় নিজেকে সাজিয়ে তুলেছিলেন এই যুবতী। লম্বা খোলা চুলে ও মানানসই মেকআপে জয়ন্তীকে অত্যন্ত সুন্দরী দেখতে লাগছিল। এই গানের প্রত্যেকটি স্টেপ অত্যন্ত নিঁখুতভাবে করে দেখিয়েছেন তিনি। খোলা আকাশের নিচে বাড়ির ছাদে তাঁর এই অসাধারণ নাচ দেখে মুগ্ধ হয়েছেন দর্শকেরা। তাঁর ফেসিয়াল এক্সপ্রেশন ও ছিল দেখার মত।

মাত্র তিন আগে এই ভিডিওটি তিনি তাঁর চ্যানেল থেকে শেয়ার করেছেন। বর্তমানে ভিডিওটি ৪০০০ এর কাছাকাছি ভিউ পেয়ে গেছে। এছাড়া ভিডিওটিতে ৩০০টি মত লাইক পড়েছে। ইতিমধ্যেই তাঁর কমেন্ট বক্সে প্রশংসায় ভরা মন্তব্য করছেন অনেকেই। অনেক নেটিজেন লিখেছেন দারুন,বিউটিফুল পারফরম্যান্স, এক্সেলেন্ট, সো নাইস ইত্যাদি মন্তব্য। উল্লেখ্য এই যুবতীর প্রত্যেকটি নাচের ভিডিও এত সাবলীল হয় যা থেকে চোখ ফেরানো সম্ভব হয় না।