বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম প্রভৃতিকে হাতিয়ার করে এখন এক শ্রেণীর মানুষে প্রতিভাকে সকলের সামনে তুলে ধরছেন। এইরকমভাবেই সোশ্যাল মিডিয়ায় তরুণী ছাত্রী অনিন্দিতার নাচের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে কলেজ ডিপার্টমেন্টে তিনি জনপ্রিয় সিনেমা ‘পুষ্পা’ র একটি গানে নাচছেন।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে জনপ্রিয় দক্ষিণী ছবি ‘পুষ্পা’র সুপার হিট গান ‘সামি সামি তে অসাধারণ তিনি নাচছেন। এই তরুনীর নাম অনিন্দিতা ভট্টাচার্য। প্রসঙ্গত উল্লেখ্য যে অনিন্দিতা নিজের সোশ্যাল মিডিয়ার পেজ থেকেই এই ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিওটি আসলে তাঁর ডিপার্টমেন্টাল ফ্রেশার্স অনুষ্ঠানের। অনিন্দিতা বোটানির ছাত্রী নিজেদের কলেজ ডিপার্টমেন্টের অনুষ্ঠানে প্রথাগত রবীন্দ্রসঙ্গীতের বাইরে গিয়ে তিনি জনপ্রিয় দক্ষিণী ছবির এই গানে নেচে সকলকে মাতিয়ে দিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা যাচ্ছে সুন্দরী অনিন্দিতার পরনে রয়েছে হলুদ শাড়ি এবং সঙ্গে ম্যাচিং সবুজ রঙের ব্লাউজ। খোলা চুল এবং দুই হাতে একগুচ্ছ সবুজ চুরিতে অনিন্দিতাকে ভীষণ সুন্দরী লাগছিল। ‘সামি সামি’ গানের নকল করে তিনি সকলের মন জয় করে নিয়েছেন। অনুষ্ঠানে দেখা যাচ্ছে তাঁকে ঘিরে ধরে রয়েছেন তাঁর সহপাঠীরা। তাঁরা সকলেই খুবই খুশী এই নাচ দেখে। তাঁর নাচ সবাই উপভোগ করেছেন। সমস্ত গার্লস কলেজের ক্লাস রুম যেন করতালিতে ফেটে পড়ছিল।
View this post on Instagram
অনিন্দিতার নাচের এই ভিডিওর দর্শকরা দেখছেন। ইতিমধ্যে দুই হাজার ছাড়িয়ে গেছে ভিডিওর ভিউ। এছাড়া অজস্র মানুষ পছন্দ করেছেন ভিডিও। আর কমেন্টবক্স ভরে উঠেছে প্রশংসাওসূচক কমেন্টে। তবে কিছু কিছু নিন্দুকেরা এই নাচকে নিয়ে সমালোচনা করেছেন। অনেকেই বলেছেন কলেজের অনুষ্ঠানে এইরকম চটুল গানের সাথে নাচা অশোভনীয়। তবে প্রথাগত ধারণার বাইরে গিয়ে অনিন্দিতা নেচে প্রমাণ করেছেন যে তিনি প্রতিভাময়ী।