June 12, 2024

ভয় একটা খুব স্বাভাবিক আবেগ। মানুষ অনেক সময়ে সাদামাটা জীবনে উত্তেজনা চায়। তাই ভয়ে হাত পা ঠান্ডা হয়ে এলেও ভূতের সিনেমা দেখতে ছাড়ে না। ভূতের পাশাপাশি আর একটি বিষয় আছে যাকে মানুষ ভয় পায়। আর তা হলো সাপ। ‘ডিসকভারি’র মতো চ্যানেলগুলোয় সাপের নানান ভিডিও দেখার জন্য অনেকেই অপেক্ষা করে থাকতেন।

এখন যুগ পাল্টেছে। এই স্মার্ট ফোনের যুগে অনেক সুবিধে হয়েছে। যখন খুশি, যেখানে খুশি মন চাইলেই এমন শিহরণ জাগানো দৃশ্য দেখা যেতেই পারে। শুধু হাতে মুঠোফোন আর ইন্টারনেট থাকলেই হলো। ইচ্ছে হলেই নেট সার্চ করে ভিডিও দেখে নেওয়া যায়। আবার তেমনই অনেক সময় সোশ্যাল মিডিয়ায় এইসব ভিডিও আপনাআপনি ভাইরাল হয়ে যায়। তখন আরো সুবিধা।

যাইহোক, দর্শকেরা পাইথন কিংবা কিং কোবরা জাতীয় সাপের ভিডিও দেখতে বিশেষ পছন্দ করে থাকেন। সবাই জঙ্গলে গিয়ে এই দৃশ্য উপভোগ করার সুযোগ পায় না। তাই ডিজিটাল মাধ্যমেই আশ মিটিয়ে নেওয়া। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওটি দেখে গা শিউরে উঠছে নেটিজেনদের। সাপটি খুব মোটা না হলেও বেশ বড়ো। তার পিচ্ছিল শরীর ও গতিবিধি দেখে আতঙ্কিত মানুষ।

 

View this post on Instagram

 

A post shared by 🐍SNAKE WORLD🐍 (@snake._.world)

ভিডিওটিতে ঘন জঙ্গলের মধ্যে একটি অজগরকে একটি গাছে উঠতে দেখা গেল। নিজের সারা শরীর গাছটিতে পাকিয়ে পাকিয়ে একটু একটু করে উঠে যেতে দেখা গেল অজগরটিকে। বাদামী রঙের উপর কালো রঙের গোল গোল দাগযুক্ত সাপটিকে দেখলে ভয় লাগবেই। সবাই ভিডিওটি দেখে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। যা থেকে বোঝা গেছে তাঁরা বেশ ভীত এই ভিডিও দেখে।