May 21, 2024

ভোজপুরি তারকা নিরাহুয়ার (Nirahua) কীর্তি দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের! জনপ্রিয় এই অভিনেতাকে নিজের স্ত্রীকে ঠকিয়ে অন্য মহিলার সাথে রোম্যান্সে মজতে দেখা গিয়েছে। আর সেই ভিডিও নেটদুনিয়ায় রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছে। এই কথা আর কারোর অজানা নয় যে বর্তমানে ভারতবর্ষে শুধুমাত্র বলিউড ইন্ড্রাস্টি নয়, কিছু রাজ্যভিত্তিক ফিল্ম ইন্ডাস্ট্রিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই বিষয়ে দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ড্রাস্টি আগে থেকেই এগিয়ে ছিল, এবারে তালিকায় ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি এক অন্যতম জায়গা তৈরি করে নিচ্ছে।

ইন্টারনেটের যুগে বেশিরভাগ মানুষের কাছেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিনোদনের প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়াতে ভোজপুরি বিনোদন জগতের কিছু মিউজিক ভিডিও বা সিনেমার কোনো দৃশ্য মাঝে মধ্যেই তুমুল ভাইরাল হয়ে থাকে। এমন কিছু কিছু ভোজপুরি মিউজিক ভিডিও ইউটিউবে রয়েছে যার জনপ্রিয়তা বহু বছর পরেও চোখে পড়ার মতো। তেমনই এক ভিডিও নিয়ে আজকের এই প্রতিবেদন। উল্লেখ্য ভিডিওতে ভোজপুরি সিনেমা জগতের অন্যতম দুই জনপ্রিয় অভিনেত্রী আম্রপালি দুবে (Amrapali Dubey) ও কাজল রাঘবানি (Kajal Raghwani) উভয়েই রয়েছেন।

ভোজপুরি সিনেমা ‘হিট’ (Hit)-এর জনপ্রিয় গান ‘জায়া দে অ্যায় জান এ তা জাগাহে পে’ (Jaye Da Ae Jaan E Ta Jagahe Pe)-তে প্রথম দৃশ্যে কাজল ও নিরাহুয়াকে ভিডিও কলে কথা বলতে দেখা যায় এবং পাশে থাকা নিরাহুয়ার স্ত্রী অর্থাৎ আম্রপালি তাঁদের কথোপকথন শুনে অবাক হয়ে যায়। এরপরের দৃশ্যে কাজলের বেডরুমে নিরাহুয়া ও তাঁর প্রেমিকা কাজল গানের তালে তালে উদ্দাম নাচে মেতে ওঠে, এমন কী স্ত্রী থাকা সত্ত্বেও প্রেমিকার সাথে রোম্যান্সে মজেন নিরাহুয়া। ‘PBR MUSIC’ ইউটিউব চ্যানেল থেকে দুই বছর আগে পোস্ট হ‌ওয়া এই ভিডিওর ভিউজ সংখ্যা ৩.৬ মিলিয়ন, ৬.৯ হাজার মানুষ এই ভিডিওটি লাইক করেছেন।