May 19, 2024

বেলি ডান্স (Belly Dance) হলো আরবের একটি বিখ্যাত ডান্স ফর্ম। পাশ্চাত্য দেশগুলিতে এই নাচের কদর খুবই বেশি। কিন্তু বর্তমানে ভারতবর্ষে এই নাচের কদর বাড়ছে। প্রাচ্য এবং পাশ্চাত্য দেশগুলিতে ও এখন বেলি ডান্স করতে অনেককেই দেখা যায়। বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও বেলি ডান্সের বিভিন্ন রকমের ভিডিও আমরা মাঝেমধ্যেই দেখে থাকি। এই বিশেষ ডান্স ফর্মের ভিডিও সোশ্যাল মিডিয়ার যে কোনো না যে কোনো সাইটে একবার আপলোড হওয়ার সাথে সাথেই তা ভাইরাল (Viral) হয়। সম্প্রতি এক সুন্দরী বিদেশিনী কিশোরীর মারকাটারি বেলি ডান্সের ভিডিও (Belly Dance Video) নেটদুনিয়ায় যথেষ্ট শোরগোল ফেলে দিয়েছে।

বেলি ডান্স হল এমন একটি ডান্স ফর্ম যেখানে মিউজিকের সাথে ছন্দ মিলিয়ে পেট এবং কোমরের পেশীকে নাচাতে হয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মিলেনা চিপেটস নামক ইউক্রেনের এক কিশোরীর বেলি ডান্সের ভিডিও ভাইরাল হয়েছে। কিশোরী ‘ইউক্রেন ডান্স চ্যাম্পিয়নশিপ’ এর মঞ্চে নায়িকাদের মত এক্সপ্রেশনে ও অসাধারণ ভঙ্গিতে এত সুন্দর বেলি ডান্স করে দেখিয়েছে তাতে রীতিমত মুগ্ধ নেটিজেনরা। তার পরনে ছিল বেলি ড্যান্সের সুন্দর ঝলমলে টু-পিস। খোলা চুলে, গলায় মানানসই পাথরখচিত গয়নায় বিদেশিনীকে অসাধারণ সুন্দরী লাগছিল। কিশোরীটি মিউজিক এর প্রত্যেকটি বিট মেনটেন করে খুব সুন্দরভাবে ডান্স উপস্থাপনা করেছে। এই সুন্দরী পুঁচকে মেয়ের ডান্স স্টেপ,এনার্জি, শরীরি বিভঙ্গ সবকিছুই নেটিজেনদের নজর কেড়েছে।

‘আর্ট ইউক্রাইন টিভি’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে বেলি ডান্সের এই ভিডিওটি ৭ বছর আগে পোস্ট করা হলেও বর্তমানে ভিডিওটি নতুন করে ভাইরাল (Viral) হয়ে গেছে। ইতিমধ্যে এই ভিডিওটির ভিউজ ৭৫ মিলিয়ন এর মত হয়ে গেছে। আপাতত যুবতীর কমেন্ট বক্সে প্রশংসায় ভরা মন্তব্যের পাশাপাশি অনেক নেটিজেন শুভকামনা ও জানিয়েছেন।