March 28, 2024

বর্তমান যুব সম্প্রদায় সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে নাচ,গান আবৃত্তি আঁকা ইত্যাদি বিভিন্ন রকমের প্রতিভা সকলের সামনে মেলে ধরছেন। তার ফলে খুব সহজেই জনপ্রিয়তা অর্জন করা যায়। এমনকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অর্থ উপার্জন করা সম্ভব।

প্রিয়াঙ্কা নামে এক যুবতীর ইউটিউবে ‘আর্টস ইন মোশন বাই প্রিয়াঙ্কা’ নামে একটি চ্যানেল আছে। এখানে বিভিন্ন রকমের নাচের ভিডিও শেয়ার করেন। তিনি একজন দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী। ইতিমধ্যে তাঁর চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৩১ লাখের ছাড়িয়েছে। বর্তমানে তিনি আবারো একটি নাচের ভিডিও শেয়ার করেছেন যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে তিনি বিদেশের মাটিতে বাঙালিয়ানাকে মাথায় রেখে অদ্ভুত সুন্দর ভঙ্গিমায় জনপ্রিয় রবীন্দ্র সংগীত ‘ভালোবেসে সখী নিভৃত যতনে’ গানের সাথে নৃত্য পরিবেশন করেছেন। তিনি নিখুঁতভাবে রবীন্দ্রনৃত্য পরিবেশন করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য বিবাহসূত্রে যুবতী বিদেশে থাকেন। কিন্তু বিদেশে থাকলেও বাঙালিয়ানাকে মাথায় রেখে ভিডিও বানান। বিদেশে খোলা প্রকৃতির মধ্যে চারিদিক বরফঢাকা পরিবেশে সম্পূর্ণ বাঙালির মত আটপৌরে করে গোলাপি পাড় সবুজ রঙের শাড়ি ও তার সাথে তিনি টুকটুকে গোলাপি রঙের ব্লাউজ পরেছেন।

শাড়ির সাথে মানানসই মেকআপ করেছেন তিনি। চুল খোঁপায় বেঁধে ছিলেন এই যুবতী। তাঁর নাচ দেখে রীতিমত মুগ্ধ হয়ে গেছেন নেটিজনেরা। ইতিমধ্যে তাঁর এই ভিডিও ৩০ হাজারের বেশি ভিউ পেয়েছে। এছাড়া দুই হাজারেরও বেশি লাইক পড়েছে ভিডিওটিতে। অনেকেই প্রশংসায় ভরা মন্তব্যতে ভিডিওর কমেন্ট বক্স উপচে পড়েছে। একজন লিখেছেন ‘এখানে তো ভীষণ ঠান্ডা তার মধ্যেও কী অদ্ভুত সুন্দর পরিবেশনা’। অপর একজন নেটিজেন লিখেছেন ‘অপূর্ব বললেও কম বলা হবে’।

আজকের যুগে সোশ্যাল মিডিয়ার দৌলতে সাধারণ মানুষ তার প্রতিভা দেখানোর একটা মঞ্চ পেয়েছে। এই সুযোগের সদব্যবহার করে অনেকেই সাফল্য পাচ্ছেন। প্রিয়াঙ্কার ভিডিওটি সেই কথাই আবার প্রমাণ করল।