July 16, 2024

নেহা কক্করের গাওয়া ‘এক তো কম জিন্দেগানি (Ek to kum zindegani)’ -তে নেচে নেটদুনিয়ায় আলোড়ন ফেলেছেন এক যুবতী। বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে এখন মানুষের হাতের মুঠোয় চলে এসেছে সোশ্যাল মিডিয়া (Social Media)। এক ক্লিকেই খুলে যায় হাজার দরজা। ইউটিউব, ফেসবুক, ইন্সটাগ্রাম প্রভৃতিতে প্রচুর বিভিন্ন ভিডিওর দেখা মেলে। মানুষ সেগুলি দেখে আনন্দ পান। আবার নিজেদের গান, নাচ, আবৃত্তি বা অন্যান্য কোনো প্রতিভার পরিচয় মানুষের কাছে তুলে ধরার অন্যতম মাধ্যমও এখন সোশ্যাল মিডিয়া। ভিডিও ভাইরাল হয়ে গিয়ে রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছেন এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়।

পরিচালক মিলাপ মিলান জাভেরি (Milap Milan Zaveri) -র ‘মারজাওয়ান’ (Marjaavaan) ছবির বিখ্যাত এই গানে পর্দায় কোমর দুলিয়েছিলেন বলিউডের অন্যতম আইটেম ডান্সার নোরা ফতেহি (Nora Fatehi)। নোরার শরীরী হিল্লোলে সেসময় মজেছিলেন আট থেকে আশি সকলেই। এই যুবতীও তাঁর নাচের মাধ্যমে গানটির প্রতি সুবিচারই করেছেন। সবুজ পরিবেশের মধ্যে ওই সুন্দরী যুবতীর অসাধারণ নাচ নজর কেড়েছে সকলেরই।

নেটমাধ্যমের সূত্র মারফত জানা গিয়েছে যে ওই যুবতীর নাম নিজা চৌধুরী। খোলা চুল, পরনে লাল পোশাক, সব মিলিয়ে তাঁকে অসাধারণ সুন্দরী লাগছিল এই ভিডিওয়। ইতিমধ্যেই প্রায় ৯১ হাজার মানুষ দেখে ফেলেছেন এই ভিডিওটি। যুবতীর অসাধারণ নৃত্যের প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন সকলেই। নোরার মত হয়তো নন, তবুও তাঁর দুর্দান্ত নাচ প্রশংসার দাবি রাখেই।