September 17, 2024

বর্তমান যুব সম্প্রদায় সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে নাচ,গান আবৃত্তি আঁকা ইত্যাদি বিভিন্ন রকমের প্রতিভা সকলের সামনে মেলে ধরছেন। তার ফলে খুব সহজেই জনপ্রিয়তা অর্জন করা যায়। এমনকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অর্থ উপার্জন করা সম্ভব।

আর এই সমস্ত ভিডিও দেখতে খুবই পছন্দ করে নেটিজেনরা। সম্প্রতি এমনই এক ডান্স ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন সাধারণ গৃহবধু ভোজপুরি গানে একটি বন্ধ ঘরে নাচছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সাথে সাথেই ভাইরাল হয়েছে। এই যুবতী বৌদি লাল রঙের পিঠ চেরা ব্লাউজ ও হলুদ রঙের শাড়ি পড়ে একটি জনপ্রিয় ভোজপুরি গানে কোমর দুলিয়েছেন। তিনি তাঁর পারফেক্ট ফিগারের সাথে সাথে শরীরী আবেদনে ঢেউ তুলেছেন অজস্র নেটিজেনদের মনে। ভিডিওটি জাহাঙ্গীর নামক এক ইউটিউবারের প্লাটফর্মে পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ভাইরাল হয়েছে। ইতিমধ্যে এই ভিডিওটি বহু মানুষ পছন্দ করেছে।

সাধারণত বিয়ের পর গৃহবধূরা প্রতিদিনের সংসারের চাপে পড়ে তারা নিজেদের কথা ভুলেই যান। যারা তাদের নিজেদের শখ-আহ্লাদ সমস্ত কিছু বিসর্জন দিয়ে সংসারের পেছনে এতটাই মনোনিবেশ করেন যে নিজেদের পেছনে নূন্যতম সময়টুকু দেওয়ার সময় হয়ে ওঠে না তাদের। তবে এরই পাশাপাশি এমন অনেক গৃহবধূরাও রয়েছেন যারা তাদের ভেতরে লুকিয়ে থাকা প্রতিভাকে বের করে আনার মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন সোশ্যাল মিডিয়াকে। উল্লেখ্য এই মহিলার নাচের এই অসাধারণ এনার্জি লেভেল সকলকে মুগ্ধ করেছে।

আজকের যুগে সোশ্যাল মিডিয়ার দৌলতে সাধারণ মানুষ তার প্রতিভা দেখানোর একটা মঞ্চ পেয়েছে। এই সুযোগের সদব্যবহার করে অনেকেই সাফল্য পাচ্ছেন। গৃহবধূর ভিডিওটি সেই কথাই আবার প্রমাণ করল।