December 4, 2023

ছবিতে সৌরভ গাঙ্গুলীর সাথে দাঁড়িয়ে লাল পাঞ্জাবী পরা যে বালক হাসছে বর্তমানে সে অনেক মেয়ের রাতের ঘুম কেড়ে নিয়েছে। যার এক ঝলক দেখলেই মেয়েদের মনে ওঠে প্রেমের জোয়ার তার ছোট বেলার ছবি দেখে কী চিনতে পারলেন? সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার হওয়ার পরেই দ্রুত গতিতে ভাইরাল হয়েছে।

মিঠাই ধারাবাহিকের সুবাদে দুইবার ‘দাদাগিরি’ র মঞ্চে সৌরভ গাঙ্গুলীর সাথে সুন্দর সময় কাটিয়েছেন তিনি। এছাড়াও সর্ব প্রথম রাজ চক্রবর্তী র সিনেমা ‘পরিণীতা’ র প্রমোশনে ‘দাদাগিরি’র মঞ্চে প্রথম বারের জন্যে আসেন এই অভিনেতা। মহারাজ নিজেও জানিয়েছেন অভিনেতার কথা ও গানের গলায় তিনি মুগ্ধ হয়েছেন।

এই অভিনেতা হলে মিঠাই রানীর উচ্ছে বাবু অর্থাৎ আদৃত রায়। নিজের কেরিয়ার সিনেমা দিয়ে শুরু করলেও তেমন সাফল্য পাননি। সেই সফলতা ধারাবাহিক দিয়েছে তাঁকে। একথা কেবল দর্শক নয় অভিনেতার মা জানিয়েছেন। তবে তাঁকে প্রথম ‘দাদাগিরির’ মঞ্চে সৌরভ গাঙ্গুলীর সাথে দেখে দর্শকরা বেশ খুশি হয়েছিলেন।

 

View this post on Instagram

 

A post shared by Adrit Roy (@adritroyadmirer)


সম্প্রতি আদৃতের ফ্যান পেজগুলির মধ্যে একটি পেজে সৌরভ গাঙ্গুলীর সাথে আদৃতের অল্প বয়সের একটি ছবি পোস্ট করা হয়েছে। ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করা মাত্রই ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই ৫ হাজারের বেশি মানুষ ছবিটি লাইক করেছেন। এবং দ্রুত গতিতে লাইকের সংখ্যা বাড়ছে। কমেন্ট বক্সে প্রশংসাসূচক মন্তব্য করছেন সকলে। ‘দারুন ফ্রেমটা’, ‘ ছবিটা পোস্ট করার জন্য ধন্যবাদ’ আরো নানান কমেন্ট করেছেন নেটিজেনদের একোংশ।