বর্তমানে সোশ্যাল মিডিয়াকে (Social Media) হাতিয়ার করে অত্যন্ত অল্প সময়ের মধ্যেই যুব সম্প্রদায় এক গরিষ্ঠ সংখ্যক মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করছেন। সেই দলে পড়ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইট ইউজাররা। আর এরই মধ্যে একজন অন্যতম হলেন মৌ। সোশ্যাল মিডিয়ায় এই যুবতী ইতিমধ্যেই তাঁর বিভিন্ন রকমের নাচের ভিডিও শেয়ার করে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছেন। এমনকি ইউটিউবে তাঁর একটি নিজস্ব চ্যানেল রয়েছে, যার নাম ‘ডান্স স্টার মৌ’। এই চ্যানেল থেকে যুবতী নিয়মিত পুরোনো দিনের গান হোক কি ট্রেন্ডিং গান সবকিছুর ওপরই বিভিন্ন রকমের নাচের কভার ভিডিও বানিয়ে তা আপলোড করেন। বলাবাহুল্য তাঁর প্রত্যেকটি নাচের ভিডিও নেটিজেনদের অত্যন্ত মনে ধরে। সম্প্রতি তাঁর আবারও একটি নাচের ভিডিও (Dance Video) সোশ্যাল মিডিয়া রীতিমতো তোলপাড় করে তুলেছে।
ভাইরাল (Viral) ভিডিওটিতে দেখা যাচ্ছে সুন্দরী যুবতী মৌ বিশ্বাস এক মনোরম প্রাকৃতিক পরিবেশে অপরূপ ভঙ্গিমায় নৃত্য পরিবেশন করছেন। একটি অন্যতম জনপ্রিয় গান ‘সামি সামি’ (Sami Sami) তে নেচে রীতিমত মুগ্ধ করে দিয়েছেন দর্শকদের। হলুদ ও লাল রঙের শাড়ি ব্লাউজে মৌকে অত্যন্ত আকর্ষণীয় দেখতে লাগছিল। নাচের সাথে দেখার মতো ছিল তাঁর ফেসিয়াল এক্সপ্রেশন। মিউজিকের প্রত্যেকটি বিট অত্যন্ত এনজয় করে তিনি নেচেছেন। বিনুনি বাঁধা চুলে , পোশাকের সাথে মানানসই গয়না এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশ সবকিছুর মধ্যে মৌয়ের এই নাচ রীতিমতো উত্তাল করে দিয়েছে তাঁর অনুরাগীদের মন। একেবারে গ্রাম্য যুবতীর মতন সেজে লাসময়ী ভঙ্গিমায় প্রকৃতির সাথে একাত্ন হয়ে গানের তালে তাল মিলিয়েছেন এই যুবতী।
নিজের ইউটিউব চ্যানেল থেকে সদ্য এই ভিডিওটি শেয়ার করেছেন যুবতী। বর্তমানে ভিডিওটি ৬ হাজারের বেশি ভিউ পেয়ে গেছে। যুবতীটির অসাধারণ নাচ ও তার সাথে গ্রাম বাংলার রূপ ভিডিওটিকে যেন এক অন্য মাত্রা দিয়েছে। ইতিমধ্যে অজস্র নেটিজেন ইতিবাচক মন্তব্যে ভরিয়ে তুলছেন মৌয়ের কমেন্ট বক্স খুব সুন্দর, সো গ্রেসফুল,বিউটিফুল পারফরমেন্স, মেসমেরাইজিং ইত্যাদি বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন নেটিজেনরা।