July 24, 2024

বর্তমানে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে নাচ,গান আবৃত্তি আঁকা ইত্যাদি বিভিন্ন রকমের প্রতিভা সকলের সামনে মেলে ধরে সহজেই জনপ্রিয়তা অর্জন করা যায়। অর্থ উপার্জনও করা সম্ভব। এই সুযোগকে কাজে লাগিয়ে অনেকেই বিখ্যাত হয়ে উঠেছেন। এখন হামেশাই বিভিন্ন প্রতিভাদের ভিডিও আমাদের সামনে আসে। সোশ্যাল মিডিয়া যেন ঘর থেকে খুঁজে পৃথিবীর সামনে প্রতিভা নিয়ে হাজির হচ্ছে। তেমনই এবার এক ক্ষুদে ছেলেকে চলন্ত ট্রেনের মধ্যে ঢোল বাজিয়ে গান করতে দেখা গেল। যা নেটিজনেদের মুগ্ধ করেছে। ভিডিও দ্রুত গতিতে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে একটি বাচ্চা ছেলে চলন্ত ট্রেনের সিটে বসে আছে। তার কাঁধে বাঁধা আছে ঢোল। ঢোল বাজানোর সাথে সাথেই সে ‘বডিগার্ড’ (Bodyguard) সিনেমার ‘তেরি মেরি’ (Teri Meri) গান গেয়েছে। তার চুল উসকো খুসকো। অত্যন্ত সাধারণ পোশাক পরেছিল ছেলেটি। তার বড়োজোর ৭ কি ৮ বছর বয়স হবে। কিন্তু এর বয়সেই সুরের উপরে তার অসামান্য দক্ষতা যা বড় গায়কদেরও হার মানায়।

‘রামধনু’ নামের এক ইউটিউব চ্যানেল থেকে দুই বছর আগে ভিডিওটি আপলোড করা হয়েছিল। তবে ভিডিওটা পুরোনো হলেও ছেলেটির গান শুনলে মনে থাকবে না কিছু। ভিডিওতে অনেকে কমেন্ট করে লিখেছেন ‘এ যেন আর এক সহদেব।’ আবার অনেকে তাকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

আজকের যুগে সোশ্যাল মিডিয়ার দৌলতে সাধারণ মানুষ তার প্রতিভা দেখানোর একটা মঞ্চ পেয়েছে। এই সুযোগের সদব্যবহার করে অনেকেই সাফল্য পাচ্ছেন। প্রতিভাবান এই ছেলেটির ভিডিওটি ভাইরাল হয়ে সেই কথাই আবার প্রমাণ করল।