September 11, 2024

রনিতা দাস (Ranieeta Dash) বাংলা ছোটপর্দার জগতে একসময়ের অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় অভিনেত্রী ছিলেন।বর্তমানে তাঁকে আর পর্দায় দেখতে পাওয়া না গেলেও তিনি নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন। ‘ধন্যি মেয়ে’ ধারাবাহিকের মাধ্যমে তিনি অভিনয় জীবনে প্রবেশ করেছিলেন। তবে মূলত স্টার জলসার ‘ইষ্টিকুটুম’ ধারাবাহিকে পুরুলিয়া জেলার এক প্রত্যন্ত গ্রামের মেয়ে বাহামণির চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন রনিতা। চরিত্র অনুযায়ী তাঁর কথা বলার ধরণ ও অভিনয় দক্ষতা সকলকে মুগ্ধ করেছিল।


তবে আচমকাই কিছু শারীরিক সমস্যার কারণে রনিতা ‘ইষ্টিকুটুম’ ছেড়ে বেরিয়ে এসেছিলেন। তাঁর এই সিদ্ধান্তে দর্শকেরা ভীষণভাবে নিরাশ হয়েছিলেন, চ্যানেল কর্তৃপক্ষের তরফে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। তারপর থেকেই রনিতাকে আর সেইভাবে পর্দায় দেখা যায়নি। বর্তমানে নিজের প্রেমিক সৌপ্তিক চক্রবর্তীর সাথে তিনি এক প্রযোজনা সংস্থা খুলেছেন ও ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার প্রতি আগ্রহী হয়েছেন।


পর্দায় গত কয়েক বছরে রনিতার দেখা না মিললেও সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ জনপ্রিয়। তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার্স সংখ্যা ১ লাখ ২০ হাজার। তিনি হামেশাই বিভিন্ন রকম লুকে নিজের ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন। সম্প্রতি রনিতা এক সুইমিং পুলে ভেজা শরীরে ফোটোশ্যুট করেছেন, আর সেই ফোটোশ্যুটের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মাত্র‌ই নেটিজেনদের মনে আগুন ধরিয়ে দিয়েছে।


এই ছবিগুলিতে তিনি নীল রঙের ওপর সাদা পোলকা ডট দেওয়া বিকিনি পরে ভেজা শরীরে-ভেজা চুলে মোহময়ী দৃষ্টিতে পোজ দিয়েছেন। তাঁর গভীর ক্লিভেজ, উন্মুক্ত উরু ও আকর্ষণীয় শারীরিক গঠন নেটিজেনদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। হটনেসে ভরপুর রনিতার এই বোল্ড লুকের ছবি নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। নেটিজেনদের একাংশ অভিনেত্রীর এই আগুনে রূপের প্রশংসা করেছেন, আবার অনেকে অশ্লীল মন্তব্য‌ও করেছেন।