
ঋত্বিক রোশনের ‘কহোনা প্যার হ্যায়’ গানে নেচে তাক লাগালেন টেলি অভিনেত্রী সন্দীপ্তা সেন । সন্দীপ্তার জনপ্রিয়তা নিয়ে আশাকরি নতুন করে বলার নেই। ‛দুর্গা’ ধারাবাহিক দিয়ে পা রেখেছিলেন টেলিভিশন পর্দায়। এরপর একের পর এক ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের মন জয় করেছে। শেষবার তাঁকে জি বাংলার পর্দায় ‛করুনাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকে মা সারদার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল।
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ায়তেও সন্দীপ্তার জনপ্রিয়তা তুঙ্গে। মাঝে মধ্যেই ছবি ও রিল ভিডিও পোস্ট করেন সন্দীপ্তা। সম্প্রতি সন্দীপ্তা নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলেই শেয়ার করেছেন একটি রিল ভিডিও। যেখানে তাঁকে এশিয়ার ফিলিপাইন দ্বীপপুঞ্জের বিচে দাঁড়িয়ে ‛কহো না প্যার হ্যায়’ গানে নাচতে দেখা যাচ্ছে। তাঁর পরনে রয়েছে কালো রঙের ওয়েস্টার্ন পোশাক, মাথায় টুপি। নাচতে নাচতেই জলের মধ্যে নেমে ক্যামেরার দিকে জল ছুড়ে দিতে দেখা যাচ্ছে। ভিডিও শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন ‛৯০ র বাচ্চারা…পুরো ফিল্মি’। সঙ্গে মজার ইমোজি দিয়েছেন।
View this post on Instagram
ইতিমধ্যেই সন্দীপ্তার এই ভিডিও প্রায় ১ লক্ষের বেশি মানুষ দেখে ফেলেছেন। আর পছন্দ করেছেন ১৯ হাজারেরও বেশি মানুষ।অনেকে কমেন্ট করেছেন ‛লুকিং ওয়াও’। আবার কেউ লিখেছেন ‛সুন্দরী মহিলা’। কেউ লিখেছেন ‛অসাধারণ’। আবার কেউ অভিনেত্রীকে ‛আই লাভ ইউ’ বলেছেন। ৩৫ বছর বয়সী এই অভিনেত্রীর গ্ল্যামার যেন প্রতিদিন বাড়ছে। তাঁকে দেখলে বয়স বোঝার উপায় নেই। প্রচারের আলোয় কিভাবে থাকতে হয় তা ভালোই জানেন অভিনেত্রী।
View this post on Instagram
গত বছরে ‘মর্ডান নারী’ মিউজিক ভিডিও অ্যালবামে একেবারে অন্যভাবে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এছাড়াও অঞ্জন দত্ত পরিচালিত ‘মার্ডার ইন দ্যা হিলস’ ওয়েব সিরিজে ডাক্তারের ভূমিকায় তাঁর অভিনয় দর্শক মহলে প্রশংসা পেয়েছিল।