May 23, 2024

নেট দুনিয়ায় ভাইরাল হওয়া সেই সব ভিডিওর এক বড় অংশজুড়ে পশু-পাখিদের নানারকম দৃশ্য দেখতে পাওয়া যায়। নেটিজেনদের পছন্দের তালিকায় প্রথম দিকেই পশু-পাখিদের রেকর্ড করা ভিডিও থাকে। যা প্রায়ই ভাইরাল হয়।

বেশিরভাগ সময়েই পশু পাখিদের মজার বিভিন্ন মুহূর্তের ভিডিও দেখলে যে কারোর মন ভালোলাগায় ভরে ওঠে। পশু-পাখিদের নানারকম কীর্তিকলাপ তা সে বাড়ির পোষ্য হোক বা রাস্তার বা বনের, সব রকমের পশু-পাখিদের নিয়ে তৈরি কনটেন্ট দেখতে সবাই ভালবাসেন। সম্প্রতি নেটদুনিয়ায় দুই বাঁদরের ভিডিও ভাইরাল হয়েছে।

উল্লেখ্য ভিডিওতে এক যুবক তাঁর স্কুটিতে করে দুই বাঁদরছানাকে কোলে নিয়ে ফলের দোকানে আসেন। এরপরে এক বাঁদরছানা যুবকের কথা অনুযায়ী তাঁর হাতে বিভিন্ন রকম ফল তুলে দিতে থাকে। ফল তুলে দেওয়া হয়ে গেলে একটি বাঁদরছানা অন্য একজনের কোলে গিয়ে বসে। এরপরে ওই দুই বাঁদর ছানাকে আলাদা আলাদা ফল খায়। এই ভিডিওটিতে আরেকবার বাঁদরদের বুদ্ধির প্রমাণ পাওয়া গেল। ভিডিওতে বাঁদরের ছানাদুটি মানুষের মতোই গেঞ্জি ও প্যান্ট পরেছিল। এমন কী ফল কেনার পর ফিরে যাওয়ার সময় ওই যুবক নিজের মাথায় হেলমেট পরার পাশাপাশি বাঁদরছানা দুটির মাথাতেও তাদের মাপের হেলমেট পরিয়ে দেন।

বাঁদরদের এই কার্যকলাপ দেখে নেটিজেনরা খুব আনন্দিত হয়েছেন। এই ভিডিওটি নেট দুনিয়ায় পোস্ট হ‌ওয়ার কিছুক্ষণের মধ্যেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। এর মধ্যেই বহু মানুষ ভিডিওটি দেখেছেন। কমেন্টবক্স উপচে পড়েছে তাঁদের ভালোলাগায়। উল্লেখযোগ্য এই ভিডিওটি কিন্তু আমাদের দেশ ভারতবর্ষের কোনো স্থানের দৃশ্য নয়।