May 20, 2024

বেলি ডান্স (Belly Dance) হলো আরবের একটি বিখ্যাত ডান্স ফর্ম। পাশ্চাত্য দেশগুলিতে এই নাচের কদর খুবই বেশি। কিন্তু বর্তমানে ভারতবর্ষে এই নাচের কদর বাড়ছে। প্রাচ্য এবং পাশ্চাত্য দেশগুলিতে ও এখন বেলি ডান্স করতে অনেককেই দেখা যায়। বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও বেলি ডান্সের বিভিন্ন রকমের ভিডিও আমরা মাঝেমধ্যেই দেখে থাকি। এই বিশেষ ডান্স ফর্মের ভিডিও সোশ্যাল মিডিয়ার যে কোনো না যে কোনো সাইটে একবার আপলোড হওয়ার সাথে সাথেই তা ভাইরাল (Viral) হয়। সম্প্রতি পাঁচজন ক্ষুদে শিল্পীর বেলি ডান্সের ভিডিও (Belly Dance Video) নেটদুনিয়ায় যথেষ্ট শোরগোল ফেলে দিয়েছে।

বেলি ডান্স হল এমন একটি ডান্স ফর্ম যেখানে মিউজিকের সাথে ছন্দ মিলিয়ে পেট এবং কোমরের পেশীকে নাচাতে হয়। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পাঁচ ক্ষুদের বেলি ডান্সের ভিডিও ভাইরাল হয়েছে। তারা ডান্স ফ্লোরে নায়িকাদের মত এক্সপ্রেশনে ও অসাধারণ ভঙ্গিতে এত সুন্দর বেলি ডান্স করে দেখিয়েছে তাতে রীতিমত মুগ্ধ নেটিজেনরা। পাঁচজনের মধ্যে প্রথম তিনজনের পরনে ছিল লাল রঙের পোশাক ও বাকি দুজনের একজনের পরনে হলুদ ও অন্য আরেকজনের পরনে সবুজ রঙের পোশাক ছিল। উল্লেখ্য মিউজিক এর প্রত্যেকটি বিট মেনটেন করে খুব সুন্দরভাবে ডান্স উপস্থাপনা করেছে তারা।

ট্রাঙ্গ সেলেনা নামক একটি ইউটিউব চ্যানেল থেকে বেলি ডান্সের এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। উল্লেখ্য এই ভিডিওটি রীতিমতো ভাইরাল (Viral) হয়ে গেছে। আপাতত প্রশংসায় ভরা মন্তব্যের বন্যা বয়ে যাচ্ছে কমেন্ট বক্সে।