সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে প্রতিদিন হরেক রকমের ভিডিও আমাদের চোখের সামনে উঠে আসে। বড়দের নাচ,গান,আবৃত্তি, আঁকার পাশাপাশি বয়স্কদের ও নানারকমের প্রতিভার আত্মপ্রকাশ ঘটে এখানে। সোশ্যাল মিডিয়ার দৌলতে মানুষের ভাগ্য বদলাতে বেশি সময় লাগে না। ঠিক যেমন রানাঘাটে রানু মন্ডল এবং বীরভূমের ভুবন বাদ্যকর রাতারাতি হয়ে উঠেছিলেন সোশ্যাল সেন্সেশন ও সেলিব্রিটি। শিল্প হল সাধনা। লক্ষ্যে অবিচল থাকলে আজ নয় কাল সঠিক জায়গায় ঠিকই পৌঁছানো যায়। সম্প্রতি আবারো এক বৃদ্ধ শিল্পীর প্রতিভা ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। যা বর্তমান প্রজন্মের কাছে এক উদাহরণস্বরূপ। এই বৃদ্ধ দাদুকে হারমোনিয়াম বাজিয়ে গান গাইতে দেখে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়।
সম্প্রতি ভাইরাল হওয়া (Viral) ভিডিওতে দেখা যাচ্ছে এক বৃদ্ধ দাদু উসকো খুসকো চুলে কোনরকম জামাকাপড় না পরে খালি গায়ে হারমোনিয়াম বাজিয়ে আপন মনে সুরের মূর্ছনা তুলেছেন। হারমোনিয়াম হাতে তার এই অসাধারণ গায়কী প্রতিভা রীতিমতো হইচই ফেলে দিয়েছে নেটদুনিয়ায়।একটি অন্যতম জনপ্রিয় বাংলা গান ‘তোমার লাইগা পরান কান্দে’ (Tomar Laiga Poran Kande) এই বৃদ্ধ শিল্পীর কন্ঠে শুনে সকলেই তাজ্জব হয়ে গিয়েছিলেন। উল্লেখ্য এই বয়স্ক শিল্পী নিজস্ব ভঙ্গিমায় অসাধারণ গানটি গেয়ে সকলের প্রশংসা কুড়িয়েছেন।
সম্প্রতি এই বৃদ্ধ দাদুর ভাইরাল ভিডিওটিও রীতিমতো নেটদুনিয়া কাঁপিয়ে বেড়াচ্ছে। তিনি তাঁর গানের মাধ্যমে জীবনের শেষ মুহূর্তে এসে পৌঁছে গেলেন অসংখ্য মানুষের কাছে। অনেক নেটিজেনই এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করেছেন। প্রসঙ্গত,কালার ফটোগ্রাফি নামের একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছিল।