November 29, 2023

বর্তমানে বলিউডের দুই খান আমির ও শাহরুখ এবং অক্ষয় কুমারের ছেলেমেয়েরা প্রচারের আলো জুড়ে থাকেন। সিনেমায় পপদার্পণ না করলেও এঁরা ট্যালেন্টের থেকেও বেশি বিখ্যাত বাবা মায়ের জন্যে চর্চায় থাকেন। জানভি কাপুর, অনন্যা পান্ডে ,শাহরুখকন্যা সুহানা, নাইসা দেবগন প্রত্যেকেই প্রচারের শীর্ষে থাকেন। এদের বিপরীতে এমন অনেকেই রয়েছেন যাঁরা বলিউডের লাইমলাইট থেকে শতহস্ত দূরে থাকতে পছন্দ করেন। এরকমই একজন স্টারকিড হলেন বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়ার মেয়ে প্রেরণা যোশি।

বলিউড ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা হলেন প্রেম চোপড়া। নিজের প্রতিভার জন্য তিনি বলিউডে বিশেষ নাম অর্জন করেছেন। ১৯৬০ সালে হাম হিন্দুস্তানি সিনেমা মাধ্যমে তিনি বলিউডে প্রথম আসেন। দীর্ঘ ৫০ বছর ধরে তিনি বহু সিনেমাতে অভিনয় করেছেন। মূলত নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখা গেলেও বলিউডে তিনি খুব জনপ্রিয়।

এহেন বিখ্যাত প্রেম চোপড়ার মেয়ে প্রেরণা কখনোই বলিউড অ্যাক্টিংকে কেরিয়ার হিসেবে নির্বাচন করেননি। তবে তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত। তিনি বেশকিছু থিয়েটারে অভিনয় করেছেন। সবচেয়ে বড় কথা ২০০০ সালের জুন মাসে বলিউডের অন্যতম পরিচিত অভিনেতা শরমন যোশির সাথে প্রেম বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন প্রেরনা। তিন সন্তানের বাবা মা হয়েছেন প্রেরণা এবং শরমন। প্রথম জীবনে অভিনেতা শরমান যোশি মারাঠি এবং প্রেরণা গুজরাটি থিয়েটারে অভিনয় করতেন।

২০০৬ সালে ‘গোলমাল ফান আনলিমিটেড’ সিনেমায় অত্যন্ত জনপ্রিয় এক চরিত্রে অভিনয় করেছেন শরমান যশি। পরবর্তীকালে আমির খানের সুপারহিট সিনেমা ‘থ্রি ইডিয়টস’এ তাঁর জীবনের অন্যতম একটি চরিত্রে কাজ করেন। প্রেরণা নিজে একজন সফল বিজনেসওম্যান। সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাক্টিভ নন প্রেরণা। স্বামীর সাথে মাঝেমধ্যে তাঁকে সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। শরমনের শেয়ার করা তাঁর স্ত্রীর ছবিগুলি দেখে বোঝা যায় প্রেরণা বলিউডের সুন্দরী অভিনেত্রীদের থেকে সৌন্দর্যে কোন অংশে কম নয়।