সোশ্যাল মিডিয়া এখন আর শুধু মনোরঞ্জনের মাধ্যম নয়, নিজের প্রতিভাকে সবার সামনে তুলে ধরার এক আশ্চর্য সুযোগও বটে। অনেকেরই ধারণা প্রতিভার সাথে চমৎকার সাজপোশাক আর উপযুক্ত উপস্থাপনাও প্রয়োজন। তবেই তা সকলের নজর কাড়বে,তবেই সাফল্য আসবে।
কিন্তু আড়ম্বরহীন সুন্দর উপস্থাপনাও যে মনোমুগ্ধকর হতে পারে ঝিলিক দত্ত সিংহ রায়ের নাচ তার প্রমান দিল। প্রাকৃতিক পরিবেশের মধ্যে অসাধারণ বিহু নৃত্য পরিবেশন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন ঝিলিক দত্ত সিংহ রায়। আসামের লোকগীতি ‘আসাম দেশের চায় কে বাগান ‘এর তালে তালে তিনি দর্শকদের মাতালেন।
আসামের চা বাগানের গানে আসামের মাটির গন্ধ পাওয়া যায়। সেই মনোমুগ্ধকর সৌরভ ছড়িয়ে পড়ল ঝিলিকের নাচের মধ্যে দিয়ে । আসামের মেখলা না পরে ঝিলিক অবশ্য শাড়িতেই ভরসা রেখেছেন। কালো লাল শাড়ির সাথে মানানসই মেকআপে ঝিলিকের সৌন্দর্যে আলাদা মাত্রা এনে দিয়েছিল। লোকনৃত্যের সঙ্গে প্রাকৃতিক পরিবেশের এক আলাদা অনুষঙ্গ আছে। সবুজ গাছে ঘেরা নদীর ধারে ঝিলিকের নাচ এক অন্যরকমের পরিবেশে পৌঁছে দেয় দর্শকদের। ঝিলিকের অনায়াস ভঙ্গিতে আড়ম্বরহীন এই নাচ খুব সহজেই দর্শকদের মনের কাছাকাছি পৌঁছে গেছে।
ইতিমধ্যে প্রায় ১৯ হাজারের মতো দর্শক এই ভিডিও লাইক করেছেন। ২ লক্ষের উপরে মানুষ দেখেছেন এই ভিডিও । অনেক দর্শকই ঝিলিকের নাচের প্রশংসা করেছেন। অনেকে এর মধ্যে তাঁর ফ্যানও হয়ে গিয়েছেন বলে জানিয়েছেন কমেন্টবক্সে।ঝিলিকের নাচ ব্যস্ত নাগরিক জীবনে একঝলক টাটকা বাতাসের মত সবাইকে তরতাজা করে দিতে পেরেছে বলেই ভিডিওটি এইরকম বিস্ময়কর সাফল্য পেয়েছে।