September 9, 2024

বর্তমানে সোশ্যাল মিডিয়ার (Social Media) মাধ্যমে নানান প্রতিভারা উঠে আসছেন। যুব সম্প্রদায় এই সোশ্যাল মিডিয়াকে মাধ্যম করেই তাঁদের প্রতিভাকে জনসম্মুখে তুলে ধরছেন। এর মাধ্যমে তাঁরা জনপ্রিয়তা ও অর্থ দুইই পাচ্ছেন।

‘কদম ডালে বাজায় বাঁশি’ (Kadam Dale Bajay Bashi) গানের সাথে পাঁচ সুন্দরী যুবতীর দুর্দান্ত নাচ দেখে নেটিজেনরা মুগ্ধ হয়ে গিয়েছেন। চোখ ধাঁধানো এই ভিডিও এক বছর পুরনো হলেও আবার নতুন করে নেট দুনিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। আজকাল ইউটিউবে অনেকেই নিজস্ব চ্যানেল তৈরি করে তা থেকে নিজের নাচের ভিডিও নিয়মিত পোস্ট করে থাকেন। ইউটিউবে তেমনই এক জনপ্রিয় চ্যানেল ‘Joyjit Dance’। এই চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা আট লাখ ত্রিশ হাজার।

সম্প্রতি জনপ্রিয় এই ইউটিউব চ্যানেলের এক বছর আগে পোস্ট করা এক ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। উল্লেখ্য ভিডিওতে পাঁচ সুন্দরী যুবতী গায়িকা ধরিত্রী রায়ের গাওয়া ‘কদম ডালে বাজায় বাঁশি’ গানের সাথে নাচ পরিবেশন করেছেন। ভিডিওতে জয়জিৎ বর্মার অসাধারণ কোরিওগ্রাফিতে যুবতীদের দুর্দান্ত নাচ ও দুরন্ত অভিব্যক্তি নেটিজেনদের মুগ্ধ করেছে। খোলা পরিবেশে শ্যুটিং করা এই মনমাতানো নাচের ভিডিওর ভিউজ সংখ্যা ৮.৯ মিলিয়নের বেশি। ২৮ হাজারেরও বেশি মানুষ এই ভিডিওটি পছন্দ করেছেন। এছাড়া কমেন্ট বক্সে নেটিজেনরা পাঁচ সুন্দরী যুবতীর নাচের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন।

আজকের যুগে সোশ্যাল মিডিয়ার দৌলতে সাধারণ মানুষ তার প্রতিভা দেখানোর একটা মঞ্চ পেয়েছে। এই সুযোগের সদব্যবহার করে অনেকেই সাফল্য পাচ্ছেন। পাঁচ যুবতীর ভিডিওটি ভাইরাল হয়ে সেই কথাই আবার প্রমাণ করল।