সোনার দাম (Gold Price) আজ সপ্তাহের শেষ দিনে আবারও খানিকটা বেড়ে গিয়েছে। সর্বাধিক চাহিদাসম্পন্ন এই ধাতুর দাম গত পরশু ও গতকালের পর আজও বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষজন ও ব্যবসায়ীমহল আবার চিন্তিত হয়ে পড়েছেন। বস্তুত এই কথা সকলেরই জানা যে বর্তমান সময়ে বিশ্ব বাজারের পাশাপাশি ভারতবর্ষেও বিভিন্ন জিনিসের দাম বাড়তে বাড়তে আকাশছোঁয়া হয়ে গিয়েছে।
এই পরিস্থিতিতে সোনা ও রুপোর দামের (Gold and Silver Price) বারংবার উত্থান-পতন লেগেই রয়েছে। কিন্তু বর্তমান সময়ে বিয়ে ও অন্যান্য বিশেষ উৎসবের মরশুমের মধ্যে সোনার ঊর্ধ্বমুখী দাম সাধারণ মানুষদের বেশ চিন্তার মধ্যেই রেখেছিল। সাধারণ মানুষদের চিন্তায় ফেলে দিয়ে বৃহস্পতিবার ও শুক্রবারের পর আজ অর্থাৎ শনিবার সোনার দাম আবার বৃদ্ধি পেয়েছে। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে আজ ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের ৫১,৯৮০ টাকা হয়ে গিয়েছে। আজকের এই দাম রেকর্ড দামের (৫৬,২০০ টাকা) থেকে ৪,২২০ টাকা কম রয়েছে।
পাশাপাশি, শনিবার কলকাতায় ২২ ক্যারাট গহনা সোনার ১০ গ্রামের দাম ৪৭,৬৫০ টাকায় দাঁড়িয়েছে। অপরদিকে, আজ সোনার দাম বাড়লেও রুপোর দামের (Silver Price) এক ধাক্কায় খানিক পতন ঘটেছে। শনিবার অর্থাৎ ৬ আগস্ট প্রতি কেজি রুপোর বাটের দাম ৪০০ টাকা হ্রাস পেয়ে ৫৭,৮৫০ টাকায় পৌঁছেছে। এর সাথেই প্রতি কেজি খুচরো রুপোর দামও ৪০০ টাকা বেড়ে ৫৭,৯৫০ টাকায় পৌঁছে গিয়েছে। রুপোর দামের এই পতন সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের চিন্তা খানিক কমাতে সাহায্য করেছে।