May 20, 2024

যে লোকগীতি গুলি শুনে আমরা বড় হয়েছি তার মধ্যেই বিখ্যাত একটি গান ‘বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম’। রেডিওতে, টিভিতে, বিভিন্ন অনুষ্ঠানে, বিয়ে বাড়িতে এই গান বাজে এখনও। বছরের পর বছর কার্যত এই গানের জনপ্রিয়তা একই রয়ে গেছে। যে কারণে এই গানের সাথে অনেকেই নাচ পরিবেশন করেন। সম্প্রতি এই গানের সাথে ইউটিউবে ৫ জন মেয়ের খোলা পরিবেশে দুর্দান্ত নাচ ভাইরাল হয়েছে।

এই ভাইরাল ভিডিওটিতে প্রকৃতির কোলে পাঁচ কন্যা তাদের প্রতিভা দেখিয়েছে। তাদের সবার পরনে ছিল হলুদ শাড়ি ও লাল ব্লাউজ। তবে সবাই সেজেছে কার্যত সাঁওতালি মহিলার বেশে। মেকআপ, বাঁধা চুলে আছে ফিতে, গলায় হার, হাত ভর্তি চুড়ি। এই আদিবাসী পোশাকে ও সাজে সবাইকেই লাগছিলো দুর্দান্ত। তাদের বয়স বেশি না হলেও কোরিওগ্রাফি ছিল পরিণত। নাচের অভিব্যক্তি সুন্দর। সবমিলিয়ে পাঁচ কন্যা কার্যত সবার মন জয় করে নিয়েছে।

এক বছর আগে ‘সুর সাধনা কেন্দ্র’ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। এখনও পর্যন্ত নব্বুই লাখ মানুষ দেখে নিয়েছে তাদের নাচ। বত্রিশ হাজারের বেশি লাইক ও প্রচুর কমেন্ট এসেছে। সবাই তাদের নাচের প্রশংসা করেছেন। তাই আর সময় নষ্ট না করে এই পাঁচ ছোট শিল্পীর নাচ দেখে নিন। মুগ্ধ হবেনই।

আজকের যুগে সোশ্যাল মিডিয়ার দৌলতে সাধারণ মানুষ তার প্রতিভা দেখানোর একটা মঞ্চ পেয়েছে। এই সুযোগের সদব্যবহার করে অনেকেই সাফল্য পাচ্ছেন। এই ভিডিওটি ভাইরাল হয়ে সেই কথাই আবার প্রমাণ করল।