July 21, 2024

ভুবন বাদ্যকর (Bhuban Badyakar) আরো একবার নেটদুনিয়া কাঁপিয়ে দিয়েছেন! গত কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় এক সাধারণ বাদাম বিক্রেতার গান ব্যাপক ভাইরাল হয়েছিল। বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের বিক্রেতা ভুবন বাদ্যকর (Bhuban Badyakar) নিজের ব্যবসার কৌশল হিসেবে গান তৈরি করে সেই গান রাস্তায় ঘুরে ঘুরে গেয়ে বাদাম বিক্রি করতেন। পথচলতি কোনো মানুষ অথবা কোনো ক্রেতা তাঁর গান গাওয়ার ভিডিও রেকর্ড করে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তারপরের ঘটনা সকলেরই জানা। খুব কম সময়ের মধ্যেই ভুবনের গানের ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। গানটি পরিচিত হয় ‘কাঁচা বাদাম’ (Kancha Badam) নামে। এই গান বহুদিন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হিসেবে চলেছিল। ভুবন নিজেও বেশ জনপ্রিয়তা লাভ করেছেন। বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে টেলিভিশনের পর্দাতেও তাঁর দেখা মিলেছে।

এবারে ভুবনকে দেখা গিয়েছে নেটদুনিয়ার আরেক জনপ্রিয় মুখ ‘আলু পোস্ত বৌদি’ ওরফে রিম্পির (Rimpi) সাথে। এই সুন্দরী যুবতী ‘ইউনিক ভিলেজ ফুড’ নামক ইউটিউব চ্যানেল থেকে খোলামেলা পোশাকে রান্নার ভিডিও পোস্ট করে জনপ্রিয়তা অর্জন করেন। রান্নার পদ্ধতির থেকে তাঁর পোশাক ও হটনেস নেটিজেনদের কাছে অধিক আকর্ষণীয় হয়ে দাঁড়ায়। রান্নার রেসিপি বর্ণনার পরিবর্তে এবারে রিম্পিকে ভুবনের গানের তালে তালে নাচতে দেখা গিয়েছে। ভুবন ও রিম্পির এই মিউজিক ভিডিও প্রকাশিত হ‌ওয়ার খুব কম ময়ের মধ্যেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়।

গত বৃহস্পতিবার ‘টাইমস মিউজিক বাংলা’ নামক ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হয়েছে ভুবন ও রিম্পির মিউজিক ভিডিও ‘চু কিত কিত’ (Chu Kit Kit)। ভিডিওতে ভুবনকে নিজের বাইকে বাদাম ব্যবসায়ীর রূপেই দেখা গিয়েছে ও তিনি নিজের কাঁচা বাদাম নিয়েই নতুন এই গান গেয়েছেন। ভুবনের গানে বিভিন্ন ডিজাইনের পোশাক পরে ‘আলু পোস্ত বৌদি’ রিম্পি তুমুল শরীরি হিল্লোল তুলে নাচ করেছেন। ভিডিওতে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে আরো কয়েকজন সুন্দরী যুবতীকে দেখা গিয়েছে। সৌম্যজিৎ গাঙ্গুলী পরিচালিত এই মিউজিক ভিডিও এই মুহূর্তে নেটদুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে চলেছে।