April 12, 2024

বর্তমানে যুবসমাজ নিজেদের প্রতিভাকে সোশ্যাল মিডিয়ার (Social Media) মাধ্যমে হাজার হাজার মানুষের সামনে উপস্থাপন করছেন। বর্তমানে যুগ অনেক এগিয়েছে। আজকাল সবার হাতে থাকা স্মার্টফোনে যে কোন সোশ্যাল মিডিয়া সাইটে আমরা বিভিন্ন রকমের ভিডিও দেখতে পাই। আর সে জন্যই অনেকে আজকাল নিজেদের ভিতরকার এই প্রতিভাকে মেলে ধরতে পারছে খুবই সহজে। সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি আজকাল সকলেই রিলভিডিও বানাতে পছন্দ করেন। বিভিন্ন পুরোনো এবং নতুন গানে আজকাল অনেকেই রিলভিডিও বানিয়ে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। আর এই সমস্ত ভিডিওগুলি দেখতে মানুষ খুবই পছন্দ করেন। সম্প্রতি বিখ্যাত বেলি ডান্সার আলেক্স ডেলোরা নামক এক যুবতী তাঁর বেলি ড্যান্সের একটি ভিডিও শেয়ার করেছেন নেট দুনিয়ায়। যা রীতিমতো আলোড়ন ফেলেছে নেটিজেনদের মধ্যে।

বিখ্যাত বেলি ডান্সার হিসাবে আলেক্স ডেলোরার খ্যাতি জগৎ জোড়া। বর্তমানে তিনি ক্রিয়েটিভ ডিরেক্টর ও কোরিওগ্রাফার হিসেবে খ্যাতি অর্জন করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি খুবই আক্টিভ। ইনস্টাগ্রামেও তাঁর ফ্যান ফলোয়ার্স চোখে পড়ার মতো। ভাইরাল (Viral) হওয়া এই ভিডিওটিতে দেখা যাচ্ছে আলেক্স নামক ওই যুবতী একটি গানের উপর অসাধারণ ভঙ্গিমায় বিস্তীর্ণ মরুপ্রান্তরের ওপর বেলি ডান্স করছেন। এমনিতেই বেলি ডান্সের ভিডিওগুলি (Belly Dance Video) অত্যন্ত চমকপ্রদ হয়। কিন্তু যুবতী অনায়াসেই যে এত সুন্দর বেলি ডান্স করে দেখিয়েছেন তা দেখে রীতিমত মুগ্ধ নেটিজেনরা। তাঁর কোমরের প্রত্যেকটি মুভমেন্ট এত স্পষ্ট ছিল, যা এককথায় অনবদ্য। ময়ূরকন্ঠী রং এর আরবিক বেশে, খোলা চুলে,মানানসই গয়নায় ও হালকা মেকআপে যুবতীকে মোহময়ী সুন্দরী লাগছিল।

ইতিমধ্যে তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করা এই বেলি ড্যান্সের ভিডিও সোশ্যাল মিডিয়া তোলপাড় করে তুলেছে। একবছর আগে শেয়ার করা ভিডিওটি ইতিমধ্যে ২৭ লাখের বেশি ভিউ পেয়ে গেছে। প্রসঙ্গত যুবতী এর আগেও চ্যানেল থেকে অনেক রিলভিডিও এবং বেলি ডান্সের ভিডিও সর্বসমক্ষে তুলে ধরেছেন। ভিডিওর কমেন্ট বক্স তাঁর অনুরাগীদের প্রশংসায় ভরা মন্তব্যে ভরে উঠছে। বলাবাহুল্য ভিডিওটি রীতিমতো ভাইরাল (Viral) হয়ে গেছে। তাঁর ভিডিও দেখে সহজেই অনুমান করা যায় তিনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী। উল্লেখ্য ৩০ বছর বয়সী ইউক্রেনের বাসিন্দা আলেক্স ডেলোরা প্রথম জীবনে ফিটনেস মিক্স গ্রুপে কাজ করে তাঁর কেরিয়ার শুরু করলেও পরবর্তীকালে তিনি ৩৫ টি দেশে বেলি ডান্সের ওয়ার্কশপ করে ফেলেছেন। বর্তমানে তিনি বেলি ডান্সার হিসেবে বিভিন্ন মঞ্চে ডান্সার, গাইড ও জাজ হিসাবে উপস্থিত থাকেন।