September 15, 2024

বর্তমানে সোশ্যাল মিডিয়াকে সবাই ব্যবহার করে নাচ,গান আবৃত্তি আঁকা ইত্যাদি বিভিন্ন রকমের প্রতিভা সকলের সামনে মেলে ধরছেন। এইভাবে দুনিয়ার প্রতি খুব সহজেই জনপ্রিয়তা অর্জন করা যায়। এমনকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অর্থ উপার্জন করা সম্ভব।

যুগের সাথে তাল মিলিয়ে আজকালকার দিনে আট থেকে আশি সকলের হাতেই রয়েছে স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবা। সকলেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন। আজকাল স্মার্টফোনের মাধ্যমে শুধুমাত্র ভিডিও বানিয়ে নিজের প্রতিভা দেশের এক প্রান্তে বসে গোটা দুনিয়ায় ছড়িয়ে দেওয়া যায়। সোশ্যাল মিডিয়াতে ভিডিও দিয়ে রাতারাতি বিখ্যাত হয়ে যান রানু মন্ডল বা বাদাম কাকু ভুবন বাদ্যকর। এরকমই এক প্রতিভার আবারো উঠে এসেছে। ভাইরাল একটি ভিডিওতে এক বৃদ্ধাকে লতা মঙ্গেশকরের ‘আদমি মুসাফির হ্যায়’ গানটি গাইতে দেখা গিয়েছে। তাঁর সুরেলা কন্ঠের জাদুতে তিনি নেটিজেনদের মন জয় করে নিয়েছেন।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে একটি অত্যন্ত সাধারণ ঘরের বৃদ্ধা অসম্ভব সুন্দর ভঙ্গিতে লতা মঙ্গেশকরের গান গাইছেন। তাঁর গলার সুর শুনে আপনি বলতে বাধ্য হবেন যে তাঁর কন্ঠে সরস্বতীর বাস করেন। ‘আদমি মুসাফির হ্যায়’ গানটি যদি চোখ বন্ধ করে শুনলে বোঝা যায়না যে লতা মঙ্গেশকর এই গানটি গাইছেন না। বলাবাহুল্য, ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ামাত্র ভাইরাল হয়ে গিয়েছে।

এই ভিডিওটি তৈরী হয়েছে কোনো একটি শেল্টার হোমে। ভিডিওটি টুইটারে পোস্ট করেন ঝাড়খণ্ডের ডেপুটি কালেক্টর সঞ্জয় কুমার। ভিডিওটি শেয়ার করা মাত্রই ইন্টারনেট দুনিয়াতে সুপারভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই হাজার জনের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। অনেকেই লাইক দিয়ে ওই বৃদ্ধার গানের গলার প্রশংসা করেছেন।