September 15, 2024

বর্তমান সময়ে যত দিন যাচ্ছে জনসাধারণ সোশ্যাল মিডিয়ার (Social Media) উপর নির্ভরশীল হয়ে পড়ছে। সারাদিনের ব্যস্ততার পর বেশ কিছুটা সময় আমরা সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রেখে কাটাই। বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার সাইটে আমাদের প্রত্যেকেরই নিজস্ব একটি একাউন্ট খোলা থাকে। তার মধ্যে instagram হলো একটি অন্যতম জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। আজকাল অনেকেই আছেন ইনস্টাগ্রাম এর মাধ্যমে বিভিন্ন রকমের ছবি এবং ভিডিও আপলোড করে রীতিমত নেটদুনিয়া কাঁপিয়ে তুলছেন। এমনই একটি ভিডিও রীতিমত উত্তাল করে তুলেছে নেটদুনিয়া।

ইনস্টাগ্রামে বিভিন্ন রকমের ভিডিও ভাইরাল (Viral) হয়। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেরই আজকাল ইনস্টাগ্রামে নিজস্ব একটি অ্যাকাউন্ট থাকে। আর সেই অ্যাকাউন্ট থেকে সকলেই বিভিন্ন রকমের রিল ভিডিও এবং ছবি পোস্ট করেন। এখানে করা যে কোনো পোস্ট খুব তাড়াতাড়ি ভাইরাল হয়। বর্তমানে ইনস্টাগ্রামে অনেককেই নাচের ভিডিও (Dance Video) আপলোড করতে দেখা গেছে। অবিবাহিত থেকে বিবাহিত মহিলারা ইনস্টাগ্রামে তাঁদের নাচের ভিডিও মাঝেমধ্যেই শেয়ার করেন। সম্প্রতি এমনই একজন মহিলার নাচের ভিডিও রীতিমতো উত্তাল করে তুলেছে instagram এর পেজ।

 

View this post on Instagram

 

A post shared by Puja Kundu ❤️ UD (@pujakunduud)

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এক সাধারণ গৃহবধূ ট্রেন্ডিং গানের ওপর রীতিমতো নৃত্য পরিবেশন করে তাক লাগিয়ে দিয়েছে দর্শকদের। ওই গৃহবধূর নাম পূজা কুন্ডু। তাঁর নিজস্ব ইনস্টাগ্রামের হ্যান্ডেল থেকে তিনি এই ভিডিও শেয়ার করেন। সালমান খানের অভিনীত জনপ্রিয় গান ‘মেরে ভোলে সানাম মেরে পেয়ারে সনম’ গানের উপর নাচতে দেখা যায় তাঁকে। কালো শাড়ি এবং গোলাপি ব্লাউজ এ এই সুন্দরী বৌদিকে বেশ আকর্ষণীয় লাগছিল। এর সাথে তাঁর পরিহিত শাঁখা পলা এবং সিঁদুরে তাঁর সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। ইতিমধ্যেই তাঁর কমেন্ট বক্স বিভিন্ন রকমের প্রশংসায় ভরা মন্তব্যে ভরে উঠছে। অনেকেই লিখেছেন ভেরি নাইস, বিউটিফুল, এক্সিলেন্ট ,লুকিং হট ইত্যাদি মন্তব্য। ভিডিওটি ৫৫৪ বেশি লাইক পেয়েছে।