
নিরাহুয়া (Nirahua) ও আম্রপালি দুবের (Amrapali Dubey) এক পুরনো মিউজিক ভিডিও আবার নতুন করে ভাইরাল হয়ে গিয়েছে। বরাবরের মতোই ভোজপুরি এই তারকা জুটির রসায়ন নেটিজেনদের মন জয় করে নিয়েছে। ইউটিউবে ভাইরাল হওয়া এই ভিডিও নিরাহুয়া ও আম্রপালি জুটির জনপ্রিয়তা আরো একবার তুলে ধরেছে। এই কথা আর অজানা নয় যে বর্তমান সময়ে দাঁড়িয়ে ভোজপুরি বিনোদন জগতের কনটেন্ট ও তারকারা সমগ্র ভারতবর্ষেই জনপ্রিয় হয়ে উঠেছে।
ভোজপুরি তারকাদের মধ্যে দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) ওরফে নিরাহুয়া ও আম্রপালি দুবে (Amrapali Dubey) ভীষণ পরিচিত দুই মুখ। ব্যক্তিগতভাবে জনপ্রিয় হওয়ার পাশাপাশি এই দুই তারকার জুটিও দর্শকদের খুব প্রিয়। পর্দায় বা নেটদুনিয়ায় দুইজনের একসাথে দেখা পাওয়া গেলে দর্শকরা উচ্ছসিত হয়ে ওঠেন। সম্প্রতি আবারও এই জুটির এক পুরনো মিউজিক ভিডিও নতুন করে ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে। ‘Bhojpuri’ HD Film নামক ইউটিউব চ্যানেল থেকে চার বছর আগে পোস্ট করা এই ভিডিওর ভিউজ সংখ্যা ১৯ মিলিয়নের গণ্ডি পেরিয়ে গিয়েছে।
‘দুনিয়া যায়ে চাহে ভাড় মে’ (Duniya Jaye Chahae Bhad Me) নামক এই মিউজিক ভিডিওতে নিরাহুয়া ও আম্রপালিকে এক গোডাউনের মধ্যে গানের তালে তালে তুমুল নাচতে দেখা গিয়েছে। ভিডিওতে আকাশি-সাদা চুড়িদারে আম্রপালির হটনেস ও উপচে পড়া যৌবন নেটিজেনদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। তুমুল নাচ ছাড়াও নিরাহুয়া ও আম্রপালির মধ্যের একাধিক রোম্যান্টিক দৃশ্য এই ভিডিওর মূল আকর্ষণ, গোডাউনে রাখা এক খাটিয়ায় শুয়ে তাঁদের রোম্যান্সে মজতে দেখা গিয়েছে। রাজেশ-রাজনীশের সুরে শ্যাম দেহাতির লেখা এই গান দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়া ও কল্পনা গেয়েছেন। ‘আশিক আওয়ারা’ সিনেমার এই মিউজিক ভিডিও ৩৯ হাজারেরও বেশি মানুষ লাইক করেছেন।