September 23, 2023

ঈশান খট্টর (Ishaan Khattar) এবং জাহ্নবী কাপুর (Jhanvi Kapoor) অভিনীত ধাড়াক (Dhadak) সিনেমার ঝিঙ্গাত (Zingaat) গানে নাচ করে ডিআইডি সুপারমমসের (DID Super Moms) মঞ্চে নেটিজেনদের রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন একজন বৃদ্ধা ভদ্রমহিলা।

সম্প্ৰতি জিটিভির (ZEE Tv) অফিসিয়াল ফেইসবুক একাউন্ট থেকে ভাইরাল হয়েছে ভিডিওটি। বয়সকে রীতিমতো বুড়ো আঙ্গুল দেখিয়ে বেগুনি রঙের সাধারণ একটা শাড়িতে মঞ্চে উপস্থিত সবাইকে রীতিমতো অবাক করে দিয়েছেন তিনি। এই বয়সেও এই গানে তাঁর কোমরের ঠুমকা বেশ প্রশংসনীয়। ফাস্ট রিদমের এই গানে প্রয়োজন অনেক এনার্জির। কিন্তু বয়সের কোনো প্রভাব পড়েনি তাঁর এনার্জিতে। গানটিতে নাচার সময় তিনি পুরোপুরি উপভোগ করছিলেন। তাঁর মুখের হাসিটাই এর প্রমান দিচ্ছিলো। গানের প্রতিটা লাইনের সাথে তাঁর নাচের স্টেপ একজন দক্ষ নৃত্যশিল্পীর পরিচয় দিয়েছে। এই শোতে বিচারকের আসনে রয়েছেন রেমো ডি সুজা (Remo D’souza) ,উর্মিলা মাতন্ডকর (Urmila Matondkar) এবং ভাগ্যশ্রী (Bhagyashree)। ঠাকুমার নাচ শুধুমাত্র তিনি নিজে উপভোগ করেছেন তাই নয় বিচারকরাও সমানভাবে উপভোগ করেছেন। তাই তাঁর পারফরম্যান্স শেষ হওয়ার পরেই বিচারকেরা মঞ্চের মধ্যে উঠে তাঁর সাথে এই গানে নাচতে থাকেন। ইতিমধ্যে ভাইরাল এই ভিডিওটির ভিউস এবং লাইকস সংখ্যা পৌঁছে গিয়েছে ঈর্ষণীয় জায়গায়। বর্তমানে এই ভিডিওটির ভিউস সংখ্যা ২১০ হাজার এবং লাইকস সংখ্যা ৮.৪ হাজারের কাছাকাছি। নেটিজেনরা প্রশংসাসূচক কমেন্টে ভরিয়ে দিয়েছেন কমেন্টবক্স।


ইচ্ছে থাকলেও অনেকসময় অনেক মহিলারাই স্বপ্ন অপূর্ণ রয়ে যায় । তাদের এই অপূর্ণ স্বপ্নকে পূর্ণ করার সুযোগ করে দিচ্ছে এই ডিআইডি সুপারমমের মঞ্চ। অনেক প্রতিভাশালী মায়েরা পরিচিতি পাবেন এখানে। যে বয়সে অনেক মহিলা নিজেদের জীবনযাপনের জন্য পরনির্ভরশীল হয়ে পরেন সেই বয়সে এসে এই মহিলা বাকি প্রতিযোগীদের রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন।