April 21, 2024

আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে নানান ধরণের ভিডিও মূহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। সারাদিনের পরিশ্রমের পরে একটু বিনোদনের জন্য সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ সবাই হয়। নানান জীবজন্তুর ভিডিও নেটিজেনদের খুবই পছন্দ। সাপের ভিডিও দেখতে নেটিজেনরা ভীষণ ভালবাসেন। আসলে ভয় পেতেই মানুষ ভালবাসে। তাই সাপ যতই ভীতুর শ্রেণীর প্রাণী হোক না কেন, মানুষ সাপকে বড়ই ভয় পায়। সাপ দেখলে এটা ভেবেও দেখেনা সেই সাপ বিষাক্ত নাকি বিষহীন।

নানান গবেষণায় আজ প্রমাণিত হয়েছে যে সাপ ছোবল মারলে অধিকাংশ ক্ষেত্রে মানুষ ভয়ে হার্ট অ্যাটাকে মারা যায়। সেই মানুষ যখন তিন তিনটে গোখরো সাপকে একসাথে সামনে দেখে, তার অবস্থা ঠিক কেমন হতে পারে? কিন্তু নিজের ভয়কে জয় করে সম্প্রতি এমনই একটি দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন এক ব্যক্তি। 

ভিডিওতে দেখা যাচ্ছে যে তিনটি গোখরা সাপ একসঙ্গে ফনা তুলে দাঁড়িয়ে রয়েছে। একসাথে তিনটি ভয়াল সাপের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার সাথে সাথে ঝড়ের মতো ভাইরাল হয়। আর শেয়ার হতে থাকে। আর প্রচুর কমেন্ট আসতে থাকে। আলোচ্য ভিডিওটি আপলোড করেছেন সুশান্ত নন্দ নামক একজন আইএফএস (IFS) অফিসার। তিনি নিজের টুইটার অ্যাকাউন্টে এই ছবিটি টুইট করেন।


সোশ্যাল মিডিয়ার দৌলতে বহু সময় ভাইরাল হয় নানা ধরনের ভিডিও। নাচ বা গানের ভিডিও, কখনও বা নানা ধরণের পশু পাখির ভিডিও ভাইরাল হয়। আর এই সমস্ত ভিডিও মানুষ মুঠোফোনে দেখে আনন্দ পান। তাঁদের ভাল লাগার জেরেই গোখরা সাপের ছবিটিও একইভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।