December 3, 2023

বিনা মেঘে বজ্রপাত! অভিনেত্রী দিয়া মির্জার জীবনে শোকের ছায়া নেমে এল। কন্যাসমা ভাইঝিকে হারালেন দিয়া। ইনস্টাগ্রামে নিজেই ‘সন্তান’সম ভাইঝির মৃত্যুর সংবাদের কথা জানিয়েছেন তিনি। নায়িকার এখন শোকস্তদ্ধ। অনেক স্মৃতি ও আবেগ তাঁর মনে ভিড় করে রয়েছে।

সন্তান হারানোর শোকে কাতর দিয়া লিখেছেন, ‘আমার ভাইঝি,আমার সন্তান, আমার জান- না ফেরার দেশে চলে গেল। আশা করি তুই শান্তি আর ভালোবাসা খুঁজে পাবি যেখানেই থাকিস… তুই সবসময় আমাদের মুখে হাসি ফুটিয়েছিস… ওপারটাও আলোয় ভরিয়ে রাখিস তোর নাচে, হাসিতে আর গান। ওম শান্তি’।

এই পোস্টের সঙ্গে নিজের ভাইঝির একটি প্রাণবন্ত ছবি শেয়ার করেছেন দিয়া। এত অল্প বয়সে কীভাবে মৃত্যু হল অভিনেত্রীর ভাইঝি তা অবশ্য জানা যায়নি। দিয়া নিজে ভাইঝির মৃত্যুর কারণ স্পষ্ট করেননি। এই শোক সংবাদের পরিপ্রেক্ষিতে দিয়ার পোস্টে সমবেদনা জানিয়েছেন তাঁর অসংখ্য অনুরাগীরা। এক ভক্ত লেখেন, ‘সত্যিই জীবনটা মাঝেমধ্যে বড়ই নিষ্ঠুর হয়ে ওঠে… এটা একদম ঠিক না.. এটা যাবার সময় হল?’ বলিউড ইন্ডাস্ট্রির বিভিন্ন তারকারা দিয়াকে সমবেদনা জানিয়েছেন। গওহর খান, ফারহা খান, ঋদ্ধিমা কাপুর-সহ বলিউডের একাধিক ব্যক্তিত্ব দিয়ার ভাইঝির আত্মার শান্তি কামনা করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Dia Mirza Rekhi (@diamirzaofficial)

গত বছরেই মা হয়েছিলেন দিয়া। সহজ ছিল না অভিনেত্রীর মাতৃত্বের সফর। তিন মাসের প্রি-ম্যাচিওর সন্তান প্রসব করেন দিয়া। জন্মের পর দীর্ঘ সময় হাসপাতালে ভর্তি ছিল ছোট্ট অভ্যান। সেই কঠিন সময় কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছিল অভিনেত্রীর জীবন। স্বামী বৈভব রেখি এবং দুই সন্তান ( বৈভবের প্রথমপক্ষের মেয়ে)-কে নিয়ে আনন্দে সময় কাটাচ্ছিলেন দিয়া। এর মাঝেই আদরের ভাইঝির মৃত্যুশোকের ধাক্কা নাড়িয়ে দিল তাঁকে।