April 19, 2024

মাসের শুরুতেই সুখবর। কমল গ্যাস সিলিন্ডারের দাম। কলকাতা-সহ দেশজুড়ে সস্তা হল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার। ১৯ কেজির সিলিন্ডারের দাম এদিন কলকাতায় ৩৬ টাকা ৫০ পয়সা কমেছে। জুন, জুলাইয়ের পর অগাস্টেও সস্তা হল বাণিজ্যিক এলপিজি (LPG) সিলিন্ডার। শেষ তিন মাসের নিরিখে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের মোট ৩৫৮ টাকা ৫০ পয়সা দাম কমল। ১ অগাস্ট থেকে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম হল ২০৯৫ টাকা, মুম্বইতে এই দাম ১৯৩৬ টাকা ৫০ পয়সা। দিল্লিতে এই সিলিন্ডারের নয়া দাম হল ১৯৭৬ টাকা ও চেন্নাইতে বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম হল ২১৪১ টাকা।

তবে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমলেও সাধারণ মধ্যবিত্তের কোনও সুরাহা হল না। কারণ, অগাস্টের শুরুতে কলকাতা তথা দেশে গার্হস্থ্য সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও গার্হস্থ্য সিলিন্ডারের দাম শেষ তিন মাসে বৃদ্ধি পেয়েছে ৫০ টাকা। বাড়িতে রান্নার এলপিজি (LPG) সিলিন্ডারের দাম না কমায় অস্বস্তিতে আমজনতা। দামের কোনও পরিবর্তন না হওয়ায় কলকাতায় গার্হস্থ্য সিলিন্ডারের দাম রয়েছে ১০৭০ টাকা।

তবে বাণিজ্যিক সিলিন্ডার সস্তা হওয়ায় খুশি হোটেল মালিকেরা। বিশেষ করে পাইস হোটেল মালিকরা লাভের মুখ দেখবেন। এমনিতেই বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আগুন। তার মধ্যে জ্বালানির মূল্যবৃদ্ধি জন্য চিন্তায় ছিলেন ছোট হোটেল মালিকরা। এবার কিছুটা হলেও স্বস্তি ফিরল।

বাণিজ্যিক সিলিন্ডার সস্তা হওয়ার কিছুটা লাভ পাবে সাধারণ মানুষও। এর ফলে হোটেলে থালি ও খাবারের দাম কিছুটা সস্তা হতে পারে বা দাম নাও বাড়তে পারে। ফলে বিশেষজ্ঞদের মত, বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও চুঁইয়ে পড়া নীতিতে তার কিছুটা লাভ সাধারণ মানুষও পাবে।