April 19, 2024

ভারতবর্ষে সোনার দাম (Gold Price) আজ আবারও কিছুটা হ্রাস পেয়েছে। এই কথা সকলেরই জানা যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে গত কয়েকমাস ধরেই সমগ্র বিশ্বজুড়ে চাপানউতোরের সৃষ্টি হয়েছে। তার প্রভাব পড়ছে আন্তর্জাতিক অর্থনীতির ওপরেও। ফলশ্রুতিতে বিভিন্ন মূল্যবান ধাতু যেমন সোনা-রুপোর দামের বারংবার উত্থান-পতন লেগেই রয়েছে। এদিকে, দেশে বিয়ের মরশুম শুরু হ‌ওয়ায় স্বাভাবিকভাবেই সোনা-রুপোর চাহিদা অনেকাংশে বেড়ে গিয়েছে।

চলতি সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে অর্থাৎ মঙ্গলবার ভারতীয় বাজারে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সকালে ২৪ ক্যারাট সোনার ১০‌ গ্রামের দাম ৭৫ টাকা হ্রাস পেয়ে ৫১,৩৫১ টাকায় অবস্থান করছে, গতকালের চেয়ে আজকের দাম ০.১৫% কম আছে। এর সাথেই, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে মঙ্গলবার প্রতি কেজি রুপোর দাম ৩৯৫ টাকা কমে প্রতি কিলোগ্রামে ৫৭,৯৩১ টাকায় দাঁড়িয়েছে ৷ গতকালের চেয়ে আজ রুপোর দাম ০.৬৮% কম রয়েছে ৷

অন্যদিকে ভারতীয় বাজারে সোনার দাম কমার সাথে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতেও গতকালের তুলনায় আজ অর্থাৎ মঙ্গলবার সোনার দাম (Gold Price) হ্রাস পেয়েছে। ২৪ ক্যারাট পাকা সোনার ১০ গ্রামের দাম ২০০ টাকা কমে হয়েছে ৫২,০৫০ টাকা। রেকর্ড দামের (৫৬,২০০ টাকা) থেকে আজকের এই দাম ৪,১৫০ টাকা কম রয়েছে। ২২ ক্যারাট গহনার সোনার ১০ গ্রামের দাম আজ ২০০ টাকা কমে গিয়ে ৪৯,৪০০ টাকায় দাঁড়িয়েছে। এছাড়াও, ২২ ক্যারাট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম‌ও ২০০ টাকা হ্রাস পেয়ে ৫০,১৫০ টাকায় এসে পৌঁছেছে। অপরদিকে, কলকাতায় আজ (২রা আগস্ট) আরেক চাহিদাসম্পন্ন ধাতু রুপোর দামের‌ও (Silver Price) পতন ঘটেছে। মঙ্গলবার প্রতি কেজি রুপোর বাটের দাম ৩০০ টাকা কমে হয়েছে ৫৮,১৫০ টাকা এবং প্রতি কেজি খুচরো রুপোর দাম ৩০০ টাকা হ্রাস পেয়ে ৫৮,২৫০ টাকা।