March 25, 2024

বলিউডের ‘ভাইজান’ সলমন খানের (Salman Khan) কুকীর্তি সম্প্রতি সবার সামনে নিয়ে আসলেন প্রাক্তন বান্ধবী সোমি আলি (Somy Ali)। তাঁর এই বক্তব্যকে ঘিরে তোলপাড় নেটদুনিয়া।

বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর সলমন খানের জীবনে অনেক নারীরই আগমন ঘটেছিল। কিন্তু এর পরেও পঞ্চাশোর্ধ এই অভিনেতা এখনও অবিবাহিত। সংগীত বিজলানি (Sangeeta Bijlani) থেকে শুরু করে অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ( Katrina Kaif) সবার সাথেই ভাইজানের নাম জড়িয়েছে। কিন্তু কোনো সম্পর্কই শেষ পর্যন্ত পরিণতি পায়নি। বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাইয়ের ( Aishwarya Rai) সাথে তাঁর সম্পর্ক একসময় বলিউডের ‘টক অফ দ্যা টাউন’ ছিল। তাঁদের প্রেমের সম্পর্ক যেমন চর্চার বিষয় ছিল তেমনি তাঁদের মধ্যে মনোমালিন্য থেকে শুরু করে সলমনের ব্যবহার সব কিছুই সামনে এসেছিল। অন্যদিকে কেরিয়ারের শুরুতে সলমনের সাথে সম্পর্কে জড়িয়েছিলেন ক্যাটরিনা। এমনকি রণবীর কাপূরের (Ranbir Kapoor) সাথে সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরেও আবার ভাইজানের কাছেই ফিরে এসেছিলেন ক্যাট সুন্দরী। কিন্তু শেষ পর্যন্ত অভিনেতা ভিকি কৌশলের (Vicky Kausha) সাথেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ক্যাট।

 

View this post on Instagram

 

A post shared by Somy Ali (@realsomyali)

প্রথম দিকে মডেল সংগীত বিজলানি এসেছিলেন অভিনেতার জীবনে। এমনকি বিয়ের কার্ডও ছাপানো হয়ে গিয়েছিল। তা সত্ত্বেও অজ্ঞাত কারণে চার হাত এক হয়নি তাঁদের। এই ঘটনার পরে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছিলেন সলমন । তবে এর পরেও তাঁর জীবনে অনেকেই এসেছেন। পাকিস্তানি মডেল-অভিনেত্রী সোমি আলী সলমনকে বিয়ে করার জন্য সুদূর নিউ ইয়র্ক থেকে ভারতে এসেছিলেন। কিন্তু সলমান তাঁকে বিয়ে করতে রাজি হননি। শেষ পর্যন্ত আবার তাঁকে নিউ ইয়র্কেই ফিরে যেতে হয়েছিল। এমনকি সলমনের সাথে জুটি বেঁধে বলিউডে আত্মপ্রকাশের প্রস্তুতিও নিয়েছিলেন সোমি। সেটিও বাস্তবায়িত হয়নি। এই ঘটনার এত বছর পরেও সলমনকে নিয়ে কোনো কথা বলেননি সোমি । কিন্তু সাম্প্রতিককালে সলমান প্রসঙ্গে নিজের ক্ষোভ সবার সামনে নিয়ে আসেন প্রাক্তন এই মডেল । তাঁর দাবি অনুযায়ী সলমনের জীবনে যতজন নারী এসেছিলেন তাঁদের সাথে মানসিক অত্যাচার করেছিলেন ভাইজান। কারণ তিনি অসুস্থ। অন্যকে দুঃখ দিয়েই তিনি আনন্দ পান। ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ (Maine Pyar Kiya) সিনেমার পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সলমন অনুরাগীদের অনুরোধ জানিয়েছেন যাতে তাঁরা অভিনেতার পুজো না করেন।

১৯৮৮ সালে নিজের কেরিয়ার শুরু করেছিলেন সলমন। ১৯৮৯ সালে মুক্তি পেয়েছিল ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ (Maine Pyar Kiya) সিনেমাটি। ব্লকব্লাস্টার হিট হওয়ার পরে আর পিছনে তাকাতে হয়নি ভাইজানকে। নিজের দীর্ঘ অভিনয় জীবনে অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন সিনেমাপ্রেমীদের। তবে অভিনয়ের সফলতার সাথে সাথে তাঁর ব্যক্তিগত জীবনও বেশিভাগ সময় চর্চার বিষয়ে পরিণত হয়েছে। এর আগে অনেক অভিনেত্রী সলমনের সম্বন্ধে অনেক কথা বললেও প্রাক্তন বান্ধবীদের মধ্যে সোমির এই বিস্ফোরক মন্তব্যে যে বেশ ক্ষুন্ন হবেন সলমন অনুরাগীরা সেটা বলাই বাহুল্য।