
সোনার দাম (Gold Price) আজ আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। চলতি সপ্তাহের প্রায় সব দিনই সোনার দামের উত্থান-পতন ঘটেছে, যার ফলে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষেরা খানিকটা চিন্তার মধ্যেই ছিলেন, ব্যবসায়ী মহলও অনিশ্ছয়তার অবস্থান করছিলেন। তবে সপ্তাহের শেষ দিনে দামের পারদ আবার ওপরের দিকে উঠে গিয়েছে। গতকাল অর্থাৎ শুক্রবারের পর আজ অর্থাৎ শনিবারও সোনার দাম আবার কিছুটা বৃদ্ধিলাভ করেছে।
বিয়ের মরশুমে এমনিতেই সোনা কেনার হার অনেকাংশে বেড়ে যায়। অন্যকে উপহার দেওয়ার জন্য অথবা নিজস্ব ব্যবহারের জন্য সোনার গয়না বা সোনার তৈরি বিভিন্ন জিনিসপত্র অনেকেই সঞ্চিত অর্থ দিয়ে ক্রয় করে থাকেন। ফলে বিয়ের মরশুমের শেষের দিকে দামের এই বারংবার পরিবর্তন পকেটে ভালোরকম টানের সৃষ্টি করছে। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় সোনার দাম (Gold Price) আজ সপ্তাহের শেষ দিনে আবার বেড়ে গিয়েছে। শনিবার ২৪ ক্যারাট পাকা সোনার ১০ গ্রামের দাম ১৫০ টাকা বৃদ্ধি পেয়ে ৫২,১৫০ টাকা হয়ে গিয়েছে। রেকর্ড দামের (৫৬,২০০ টাকা) তুলনায় আজকের এই দাম ৪,০৫০ টাকা কম রয়েছে।
এর সাথেই দাম বেড়েছে ২২ ক্যারাট সোনারও। শনিবার কলকাতায় ২২ ক্যারাট গহনা সোনার ১০ গ্রামের দাম ১৫০ টাকা বেড়ে হয়েছে ৪৯,৫০০ টাকা এবং ২২ ক্যারাট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ১৫০ টাকা বৃদ্ধিলাভ করে ৫০,২৫০ টাকায় দাঁড়িয়েছে। পাশাপাশি, আজ রুপোর দামের (Silver Price) উত্থানও বজায় রয়েছে। শনিবার (৩০ জুলাই) সোনার পাশাপাশি রুপোর দাম আবারও এক ধাক্কায় খানিকটা বেড়ে গিয়েছে। আজ প্রতি কেজি রুপোর বাটের দাম ১,২৫০ টাকা বেড়ে হয়েছে ৫৭,৭৫০ টাকা এবং প্রতি কেজি খুচরো রুপোর দামও ১,২৫০ টাকা বৃদ্ধি পেয়ে ৫৭,৮৫০ টাকায় পৌঁছে গিয়েছে। সোনা ও রুপোর দামের (Gold and Silver Price) এই বৃদ্ধি আরো একবার সকলের কপালেই চিন্তার ভাঁজ ফেলেছে।