সোনার দাম (Gold Price) আজ সপ্তাহের শেষ কর্মদিবসে নিম্নমুখী হয়েছে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবারের দামের উত্থানের পর আজ অর্থাৎ শুক্রবার দামের এই পতন সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কিছুটা স্বস্তি দিয়েছে। বিভিন্ন কারণের জন্য যেখানে সমগ্র ভারতবর্ষ জুড়েই নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও অন্যান্য জিনিসপত্রের দাম বেড়েই চলেছে সেখানে সর্বাধিক চাহিদাসম্পন্ন ধাতু অর্থাৎ সোনার দাম হ্রাস পেয়েছে। বিয়ের এই মরশুমে বছরের অন্যান্য সময়ের তুলনায় সোনার কেনাকাটা বেশ বেড়ে যায়, ফলে স্বাভাবিকভাবেই সোনার দাম ঊর্ধ্বমুখী হয়ে থাকলে সাধারণ মানুষের পকেটে টান পড়ে।
তাই আজ অর্থাৎ শুক্রবার সোনার দামের পতন সাধারণ মানুষদের কাছে খুশির কারণ হয়ে দাঁড়িয়েছে। চলুন দেখে নেওয়া যাক আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে আজ বিভিন্ন ধরণের সোনার দাম কী রয়েছে এবং কতটুকু হ্রাস পেয়েছে। শুক্রবার ২২ ক্যারাট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ৭৫০ টাকা কম হয়ে ৪৮,৫৫০ টাকা হয়ে গিয়েছে। এর সাথেই, ২৪ ক্যারাট পাকা সোনার দাম ৪০০ টাকা হ্রাস পেয়ে ৫০,৭৫০ টাকায় দাঁড়িয়েছে। আজকের এই দাম রেকর্ড দামের (৫৬,২০০ টাকা) থেকে ৫,৪৫০ টাকা কম রয়েছে।
তবে ২২ ক্যারাট গহনা সোনার দাম শুক্রবার বৃদ্ধি পেয়েছে, আজকের দাম ২০০ টাকা বেড়ে গিয়ে ৪৮,৭৫০ টাকা হয়ে গিয়েছে। অন্যদিকে, সোনার পাশাপাশি আজ কলকাতায় আরেক চাহিদাসম্পন্ন ধাতু রুপোর দামেরও (Silver Price) এক ধাক্কায় পতন ঘটেছে। আজ অর্থাৎ ২২ জুলাই প্রতি কেজি রুপোর বাটের দাম ১,১৫০ টাকা কমে হয়েছে ৫৪,৫৫০ টাকা এবং প্রতি কেজি খুচরো রুপোর দাম ১,১৫০ টাকা হ্রাস পেয়ে ৫৪,৬৫০ টাকায় পৌঁছেছে।